অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিনল্যান্ড বিএনপির সভাপতি জনাব কামরুল হাসান জনি এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক জামান সরকার। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাংগঠনিক সম্পাদক সামসুল গাজী। মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন সম্মানিত ইসলামিক চিন্তাবিদ মুফতী রহমতুল্লাহ।
আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের জীবনী, রাজনৈতিক দর্শন এবং বাংলাদেশের স্বাধীনতা ও পুনর্গঠনে তাঁর অসামান্য অবদানের স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, “জিয়াউর রহমান কেবল একজন রাষ্ট্রনায়ক ছিলেন না, তিনি ছিলেন একটি বিশ্বাস, একটি চেতনা, একটি আত্মমর্যাদার নাম—যিনি জাতিকে জাগিয়ে তুলেছিলেন স্বাধীনতার স্বপ্নে, আত্মনির্ভরশীলতায়।”
এছাড়াও আলোচনা বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মবিন মোহাম্মদ, প্রধান উপদেষ্টা আবদুর রশীদ, সহ-সভাপতি বদরুম মনির ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ।
সভায় বক্তারা আরও বলেন, “শহীদ জিয়া আজীবন জনগণের অধিকার প্রতিষ্ঠায় লড়েছেন। তাঁর ‘বহুদলীয় গণতন্ত্র’ ও ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ আজও আমাদের অনুপ্রেরণা। বর্তমান রাজনৈতিক সংকটময় সময়ে শহীদ জিয়ার আদর্শই পারে জাতিকে আলোর পথে ফিরিয়ে নিতে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি তাপস খান, এনাজুল হক, উপদেষ্টা ফয়েজ আহমেদ, ফিনল্যান্ড বিএনপির যুগ্ম সম্পাদক ও ফিনল্যান্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম বেপারি, ফারহান ইসলাম, মো. ইসলাম সোহাগ, শাওন, ফারদিন, মাহিব, রকিবুল ইসলাম রুবেল, আবদুল্লাহ আরিফ, এমরান হোসেন খান পলাশ, আল আদিন, জাইদ, রাব্বির আহমেদ, আনিকুল অনিক, মানিক হোসেন, পারভেজ মনোয়ার, ফিনল্যান্ড স্বেচ্ছাসেবক দলের অন্যান্য সদস্যগণ এবং আরও অনেক নেতা-কর্মী।
দোয়া মাহফিল শেষে শহীদ প্রেসিডেন্টের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং আগত অতিথিদের আপ্যায়ন করা হয়।