আবুধাবি প্রতিনিধি : সুন্নীয়তের পক্ষে প্রতিবাদী ও মানবতার সংগঠন অনলাইন সাইবার টিম এর ১ম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন উপলক্ষে আমিরাত শাখার উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১জানুয়ারী) বাদ এশা আবুধাবির উপশহর শাহামার একটি হলরুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
লুলুয়ানা টাইপিং এর পরিচালক মাওলানা নাছির উদ্দীনের সভাপতিত্ত্বে অনুষ্ঠান পরিচালনা করেন অনলাইন সাইবার টিম এর সিনিয়র সদস্য মো: জাহিদুল হক শিবলু।
এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ, মুসাফ্ফাহ শাবীয়া শাখার সভাপতি মো: মহিউদ্দিন খান রনি।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শায়ের মাওলানা আনিসুজ্জামান আল কাদেরী,
অনলাইন সাইবার টিম আরব আমিরাত শাখার উপদেষ্টা
কে এম নাছির, মো: সাকিব, মো: আরমান প্রমুখ।
বক্তব্য রাখেন শওকত আলম, মো: রাসেল, মো: ওমর ফারুক, মো: বোরহান উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের গৃহীত অনলাইন ও মানবিক কর্মকান্ডগুলো যথাযথভাবে এগিয়ে নিতে সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকো সদস্যদের উপস্থিতিতে নাত, মিলাদ ও দোয়া মোনাজাত করেন মাওলানা আনিসুজ্জামান আল কাদেরী।