স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়নুল গ্যালারীতে শুরু হয়েছে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির চারুকলা বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থিদের শাশ্বত একাদশ শীর্ষক চিত্র প্রদর্শনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়নুল গ্যালারীতে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডীন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ । সভাপতিত্ব করেন শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো: শাহ ই আলম । ৬ দিন ব্যাপী এ চিত্র প্রদর্শনী চলবে ২২ অক্টোবর পর্যন্ত । প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে।