গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
চরদূর্লভ খা আব্দুল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং শহীদ গিয়াস উদ্দিন হাই স্কুল মাঠে আয়োজিত এ ক্যাম্পে উন্নত মানের চিকিৎসকরা সারাদিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্পে আগত প্রত্যেক সেবাগ্রহীতাকে স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়, যার মাধ্যমে তারা নির্ধারিত বিভিন্ন হাসপাতাল থেকে বিনামূল্যে পরীক্ষা, অপারেশন ও অন্যান্য চিকিৎসা সুবিধা নিতে পারবেন।
এ সময় সালাউদ্দিন আইয়ুবী নিজ হাতে চিকিৎসা গ্রহণকারীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপাসিয়া জামায়াতে ইসলামী আমির ফরহাদ হোসেন মোল্লা, স্থানীয় নেতৃবৃন্দ ও অসংখ্য কর্মী-সমর্থক।
নিজ বক্তব্যে সালাউদ্দিন আইয়ুবী বলেন, “উন্নত চিকিৎসা সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। কাপাসিয়ার মানুষ যেন সহজে, সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা পায় — সেটাই আমার অঙ্গীকার।”
তিনি আরও জানান, আগামী ডিসেম্বরের মধ্যে কাপাসিয়ায় অত্যাধুনিক অ্যাম্বুলেন্স সেবা চালু করা হবে, যাতে রোগীরা দ্রুত ও নিরাপদভাবে চিকিৎসা কেন্দ্রে পৌঁছাতে পারেন।
আইয়ুবী বলেন, “স্বাস্থ্য খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করে কাপাসিয়াকে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। এই ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়মিতভাবে চলবে, যাতে দল-মত নির্বিশেষে সবাই সহজলভ্য চিকিৎসা সেবা নিতে পারেন।”
ক্যাম্পে চক্ষু চিকিৎসা থেকে শুরু করে সাধারণ রোগ নির্ণয়, রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন সেবা দেওয়া হয়। স্থানীয়দের মধ্যে এই উদ্যোগকে ঘিরে ব্যাপক সাড়া দেখা গেছে।