গাজীপুর প্রতিনিধি: ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান’ এই প্রতিপাদ্যের উপর গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাজীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও বিএসটিআই, গাজীপুর এর যৌথ উদ্যোগে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ মোতাছেম বিল্যাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন। স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় গাজীপুর এর উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান, এস, এম, তালাত মাহমুদ।
অনুষ্ঠানের শুরুতে বিএসটিআই কার্যক্রমের উপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
স্বাগত বক্তব্যে বিএসটিআই গাজীপুর এর অফিস প্রধান এস, এম, তালাত মাহমুদ বিএসটিআই‘র কার্যক্রম, গ্রহণযোগ্যতা উল্লেখ করেন এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারী, সংশ্লিষ্ট অন্যান্য সকলের দক্ষতা আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্ব মান দিবসের মূল প্রবন্ধের উপর আলোকপাত করেন ডুয়েট এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান। SDGs এবং Standards এর সমন্বয়ে গ্লোবাল গোল অর্জন সম্ভব মর্মে অভিমত প্রকাশ করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন বলেন, বিএসটিআই’র কার্যক্রমকে আরো ত্বরান্বিত করতে হবে। হালাল পণ্যের বাজার দিন দিন বিশ্ববাজারে বৃদ্ধি পাওয়ায় হালাল সার্টিফিকেশন এর উপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) আহাম্মদ হোসেন ভূঁইয়া বলেন, সুস্থ থাকার জন্য প্রতিটি পণ্যের মান অপরিহার্য। সেই সাথে বিএসটিআই’র কার্যক্রম ভোক্তা পর্যায়ে সন্তোষজনক অবস্থায় নিয়ে যাওয়ার ব্যাপারে পরামর্শ প্রদান করেন তিনি।
অনুষ্ঠানের সভাপতি মোঃ মোতাছেম বিল্যাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাজীপুর, বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য বজায় রেখে শিক্ষা, চিকিৎসা, পণ্য সামদ্রী উৎপাদনসহ প্রতিটি ক্ষেত্রে গুনগতমান বজায় রাখার পরামর্শ সহ গাজীপুরে টেস্টিং ল্যবরেটরী স্থাপনের উপর গুরুত্বারোপ করেন।
উক্ত আলোচনা সভায় ক্যাব এর সভাপতি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।