গাজীপুর প্রতিনিধি: আজ ০৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষে বিকালে গাজীপুরের রাণী বিলাশমনি সরকারি বালক উচ্চ বিদ্যালযের শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভা করেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক সমিতি, গাজীপুর জেলা কমিটি।
সমিতির জেলা আহ্বায়ক ও জেলা শিক্ষা অফিসার আল মামুন তালুকদারের সভাপতিত্বে ও শিক্ষক নেতা মোখলেছুর রহমান চৌধুরী টুটুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক নেতা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, কে এম নুরুল ইসলাম, আসাদুজ্জামান নূর, নাছরীন আঞ্জুমান রুনী, রায়হান উদ্দিন, আহসানুল ইসলাম, পরিমল চন্দ্র দাস, মুর্তুজা আল মেহেদী, আল মাসুম লিয়েন, কামরুজ্জামান প্রমুখ।
বক্তাগণ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, এন্ট্রিপদ নবম গ্রেড, ছয় হাজার বকেয়া সিলেকশন ও টাইমস্কেল প্রদান, শূণ্যপদে নিয়োগসহ ৫ দফা দাবী পেশ করেন।