আবুধাবি থেকে মোহাম্মদ হাসীব: আবুধাবির ইয়ুরস হোম রিয়েল এস্টেটের স্বত্বাধিকারী ও চট্টগ্রাম পটিয়ার হাজী আবদুস ছত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী আবুল বশর এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার(২৮ সেপ্টেম্বর ২০২৮) বাদে মাগরিব আবুধাবির মদীনা জায়েদস্হ তাঁর বাস ভবণে এ মিলাদ মাহফিল ও আলোচনা আয়োজন করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা ইয়াকুব আল কাদেরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব আবদুস সালাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নু,আ,ম বদরুদ্দিন, কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব দিদারুল আলম, আলহাজ্ব মোস্তফা মাহমুদ চৌধুরী, নুর হোসেন সুমন, হালিমা রাজা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান আলী প্রমুখ।
মিলাদুন্নবী সা: গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মোহাম্মদ আলমগীর হোসাইন আল কাদেরী, মাওলানা রমহত উল্লাহ আল কাদেরী প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মমতাজ উদ্দিন আল কাদেরী।
অনুষ্ঠানে বিএনপি ও সমসমনা সংগঠনের নেতৃবৃন্দ, গাউছিয়া কমিটি বাংলাদেশ আবুধাবীর নেতৃবৃন্দসহ আবুধাবিতে কর্মরত চট্টগ্রামের বিশিষ্ঠ প্রবাসী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।