আবুধাবি থেকে মোহাম্মদ হাসীব: সুলভে ফ্লাট, ভিলা, রুম ও লেবার ক্যাম্প ভাড়া দিতে এবং ইলেক্ট্রিক, প্লাম্বিকসহ যাবতীয় মেইনটেন্যান্স সেবা সুলভ করতে আবুধাবির মোছাফ্ফার ১০নং সাবিয়ার ছোট মসজিদের উত্তর পাশে (সানরাইজ স্কুরে দক্ষিণ পাশে) যাত্রা শুরু করল গ্রীণ লাক রিয়েল এস্টেট এন্ড মেইনটেন্যান্স এলএলসির ২য় ব্রাঞ্চ।
রবিবার (২১ সেপ্টেম্বর) বাদে আছর আমিরাতের বিশিষ্ট নাগরিক ছৈয়দ মোবারক প্রতিষ্ঠানের দুই পার্টনার মোহাম্মদ সাদেকুর রহমান ও মোহাম্মদ মনজুরকে সাথে নিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন।
এ সময়ে গ্রিনলাক রিয়েল এস্টেটের প্রতিষ্ঠাতা মোঃ আবদুল্লাহ, ব্যবসায়ী মোঃ এমরান,মো সালাহউদ্দিন, ইন্ডিয়ান মোঃ আলী, পাকিস্তানি মোঃ খালেদ, আবুল হোসেন প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা প্রতিষ্ঠানটির মঙ্গল কামনা করেন এবং সকলকে তাদের সেবা নিতে আহবান জানান।
প্রতিষ্ঠানের দুই পার্টনার মোহাম্মদ সাদেকুর রহমান ও মোহাম্মদ মনজু সবার দোয়া ও সহযোগিতা কামনার পাশাপাশি আমিরাতে দেশীয় শ্রমিকদের বন্ধ ভিসার দ্বার উম্মুক্ত করতে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তারা যাবতীয় সেবার জন্য এ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানান (0506895111)
উল্লেখ্য যে গ্রীণ লাক রিয়েল এস্টেট নতুন গৃহ নির্মাণ, লেবার ক্যাম্প, ভিল্লা রেন্ট ও মেরামত মোহাম্মদ বিন জায়িদ সিটি ও মোছাফ্ফাসহ আমিরাতের সব জায়গায় করে থাকে।