আমিরাত প্রতিনিধি: আমিরাতের রাজধানীতে অনুষ্ঠিত হলো আবুধাবি বিএনপির উদ্যোগে ঈদে মিলাদুন নবী (সঃ) ও বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল।
শনিবার ( ৬ সেপ্টেম্বর) আবুধাবির একটি রেস্টুরেন্টের হল রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবুধাবির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউ এ ই বিএনপির আহ্ববায়ক কমিটির প্রভাবশালী সদস্য সারোয়ার আলম ভুট্টো।
আবুধাবি বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমানুল কিবরিয়া ও আবুধাবি শ্রমিক দলের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন বাবলুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউ এ ই কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জাকির হোসেন খতিব এবং প্রধান বক্তা ছিলেন আল-আইন বিএনপির সাবেক সভাপতি ও ইউ এ ই আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী রফিকুল আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আল-আইন বিএনপির সভাপতি প্রকৌশলী মফিজুল ইসলাম, আবুধাবি বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মিজানুর রহমান সোহেল, আবুধাবি বিএনপি’র সাবেক সহ-সভাপতি মোহাম্মদ জাবেদ, আবুধাবি জিয়া পরিষদের সাবেক সভাপতি ও আবুধাবি বিএনপি’র সাবেক সহ-সভাপতি আমির হামজা, সাবেক সহ-সভাপতি বাচা মিঞা , আল-আইন বিএনপি’র সহ-সভাপতি মোহাম্মদ মানসুর আলম, মিরফা বিএনপি’র সভাপতি সোলাইমান এবং সহ-সভাপতি মোহাম্মদ কবির আহমদ। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- মোহাম্মদ নুর আলম, আকরাম এইচ ভূইয়া, সাহাব উদ্দিন, জিয়াউর রহমান এবং প্রকৌশলী লুৎফর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- সৈয়দ মনিরুল ইসলাম আনার, জাহাঙ্গীর আলম সিকদার, ইস্কান্দর হোসেন রুমন, জামাল উদ্দিন, ফিরোজ খান, মোহাম্মদ সোহেল, মারোয়ান, আরিফ, আরজু , সাইদুল ইসলাম জাবেদ, শহিদুল ইসলাম শহীদসহ বিএনপি’র এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী।
আলোচনা শেষে মিলাদ কিয়াম ও দোয়ার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত , বেগম খালেদা জিয়ার সুস্থতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্যসহ দেশ জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যান কামনা করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।