আমিরাত প্রতিনিধিঃ দেশীয় স্বাদের রকমারী খানাপিনা, বিরিয়ানীসহ আরাবিক, ইন্ডায়ানী, পাকিস্তানি হালকা খাবারের বিপুল সমাহার নিয়ে আবুধাবির উপশহর বানিয়াছের সাত বিল্ডিং এর বাস স্টেশন সংলগ্ন ১ম বিল্ডিংয়ে যাত্রা শুরু করল আল রিশাদ কাফেটেরিয়া।
রবিবার (৩১ আগস্ট) বাদে আছর প্রতিস্ঠানের তিন পার্টনারস মোহাম্মদ রাশেদুল মাওলা, মোহাম্মদ আকরাম ও নজরুল ইসলাম ফিতা কেটে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এ সময়ে আবুধাবীর বিশিস্ট ব্যবসায়ী মোহাম্মদ ওমর ফারুক, শাহাদাত হোসেন রুবেল, সোহেল রাজ, সন্দ্বীপের রাজকন্যা শপিং সেন্টারের মালিক মোহাম্মদ আজাদ, মঈন উদ্দিন ভুইয়া, তাজুল ইসলাম তাজুল, মোহাম্মদ খোকন, মোহাম্মদ কাইয়ুম, মোহাম্মদ ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।
তারা সবাই প্রতিষ্ঠানের সফলতা কামনার পাশাপাশি সকলকে দেশীয় প্রতিষ্ঠানে এসে দেশীয় খাবারের স্বাদ নিতে বলেন।
সন্দ্বীপের তিন বন্ধুর এ প্রতিস্ঠানে সুলভে চা নাস্তা, স্যান্কস ও স্পেশাল বিরানীর ব্যবস্হা রাখা হয়েছে। তাদের বানিয়াছ সাত ও দশ নম্বরে আরো দুটি রেস্টুরেন্ট আছে।
তাদের আরো নতুন নতুন প্রতিষ্ঠান ও ব্যবসা বাণিজ্য চালু করার ইচ্ছে থাকলেও ভিসা বন্ধে দেশীয় শ্রমিকদের জন্য বিপাকে আছেন বলে জানান। তারা ভিসা সমস্যা সমাধানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
তারা হোম ডেলিভারি পেতে এ নম্বরে যোগাযোগ 054-3949413 করতে বলেন।