সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাবিতে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির চারুকলা বিভাগের চিত্রপ্রদর্শনী শুরু গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক, চলছে জিজ্ঞাসাবাদ পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা গাজীপুরে ১৫১ পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ কাপাসিয়ায় নদীতে কচুরিপানা ফেলতে গিয়ে এক নারীর মৃত্যু,অপর একজন নিখোঁজ জাপানের এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড: ‘নাশকতার’ প্রমাণ খুঁজছে সরকার পূর্বাচল নতুন শহরে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ ও পুলিশ ব্যারাক উদ্বোধন ১২শ টন কাঁচামাল নিয়ে সাগরে ডুবে গেলো জাহাজ

চিরসবুজ ৫০+ বন্ধুদের” পরিচিতি ও মতবিনিময় সভা সম্পন্ন

  • আপডেট টাইম : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩৭ ভিজিটর

হাবিবুর রহমান, গাজীপুর: শুক্রবার(২৯ আগস্ট) ছুটির দিন বিকেলে জমে উঠেছিল অনলাইন ভিত্তিক চিরসবুজ ৫০+ বন্ধুদের মিলনমেলার কফি আড্ডা।

আড্ডা শেষে বন্ধুদের পরিচিতি ও মতবিনিময় সভায় ছিল প্রাণস্পন্দন। ওই আয়োজন ছিল রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে। নয়নাভিরাম সৈকত পার্কের মনোরম পরিবেশে ওই মিলন মেলার বন্ধুরা মেতে ওঠেন গল্পে। চলে ফটো সেশন ও স্মৃতির রোমন্থন।

মিলন মেলার অন্যতম এডমিন মিজানুর রহমানের আতিথেয়তায় কফি আড্ডা শেষে অংশগ্রহণকারী বন্ধুরা ঘুরে বেড়ান নানান বৃক্ষে সুশোভিত নিকটবর্তী নয়নাভিরাম লেক প্রান্তর। আড্ডা শেষে অংশগ্রহণকারী বন্ধুরা সমবেত হন স্টার কাবাব রেস্টুরেন্টে। ব্যস্ততম রেস্টুরেন্টের এক প্রান্তে সম্পন্ন হয় চিরসবুজ ৫০ প্লাস বন্ধুদের পরিচিতি। শেষে মতবিনিময়।

এডমিন প্যানেলের হাবিবুর রহমান হাবিবের উপস্থাপনায় ওই পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান আকর্ষণ ছিলেন বন্ধু মিলন মেলার ফাউন্ডার এডমিন ইসমত আরা লাবণ্য। আয়োজন চলাকালে বন্ধু মিলন মেলার অন্যতম এডমিন মিঠু ভার্চুয়ালে যোগ দেন আমেরিকা থেকে।

সভায় উপস্থিত বন্ধু হবিগঞ্জের বানিয়াচং এলাকার এনামুল হক, মুন্সীগঞ্জের বন্ধু ইঞ্জিনিয়ার রকিব উদ্দিন,কুমিল্লার শওকত, বরগুনার বন্ধু আমিনুল হক, এডমিন আক্তার হোসেন, জামালপুরের পিয়ারপুর এলাকার লুত্ফুন নাহার লতা, নোয়াখাইলা খ্যাত বন্ধু নজরুল ইসলাম, তিন আনিসুর রহমান, নারায়ণগঞ্জ সোনার গাঁও এর মাশিউল , আবু জাহিদ সাদিক, ফকির মনির, ইরান, জামান, বন্ধুদের আগামী দিনের পথচলা বিষয়ে মতামত তুলে ধরেন। এক ফাকে ময়মনসিংহের বান্ধবী রোজিনার সুরেলা গানে ছড়ায় আনন্দ। প্রায় দুই ঘন্টা ব্যাপী চলে এই আনন্দমুখর আয়োজন। যেখানে অংশ নেন বন্ধুদের মিলন মেলার এডমিন প্যানেল সহ পেজ এর শীর্ষস্থানীয় ২০ জন বন্ধু। চিরসবুজ ৫০ প্লাস বন্ধুদের অংশগ্রহণে মিলনমেলা শেষ হওয়ার আগে চলে ভোজন পর্ব। সাথে সুস্বাদু চা। অনুষ্ঠানের আনন্দ ও সুস্বাদু খাবারের রেশ নিয়ে চির সবুজ বন্ধুরা ছড়িয়ে পড়ে আপন ঠিকানায়।


উল্লেখ্য, অনলাইন ভিত্তিক পরিচালিত জনপ্রিয় পেজ চিরসবুজ ৫০ প্লাস বন্ধুদের মিলন মেলা শুরু হয়েছে প্রায় তিন বছর আগে থেকেই। যেখানে বন্ধুরা সৃজনশীল ও সাবলীল ভাষায় ব্যক্ত করে তাদের মতামত। নির্মল আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে সেখানে চলে তাদের ভাব বিনিময়।

বন্ধু মিলন মেলার ফাউন্ডার এডমিন ইসমত আরা বললেন, মানুষ বিনোদন প্রিয়, সেবাপরায়ন, বন্ধু বাৎসল্য। ভালো বন্ধুদের সম্মিলিত প্রচেষ্টায় এই বয়সে আমরা চাই সুন্দর পৃথিবী। স্মৃতির পাতায় পাতায় বন্ধুদের এই অনলাইন পেজ স্মৃতি হয়ে রয়ে যাবে। আমরা চলে গেলেও স্মৃতির পাতায় যা রয়ে যাব অনেক দিন।।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর