মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ফের বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা ঢাবিতে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির চারুকলা বিভাগের চিত্রপ্রদর্শনী শুরু গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক, চলছে জিজ্ঞাসাবাদ পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা গাজীপুরে ১৫১ পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ কাপাসিয়ায় নদীতে কচুরিপানা ফেলতে গিয়ে এক নারীর মৃত্যু,অপর একজন নিখোঁজ জাপানের এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড: ‘নাশকতার’ প্রমাণ খুঁজছে সরকার পূর্বাচল নতুন শহরে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ ও পুলিশ ব্যারাক উদ্বোধন

জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফিনল্যান্ড বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৭ ভিজিটর
হেলসিংকি থেকে জামান সরকার : বাংলাদেশের আধুনিক রাষ্ট্রবোধ, বহুদলীয় গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফিনল্যান্ড বিএনপির উদ্যোগে রাজধানী হেলসিংকিতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিনল্যান্ড বিএনপির সভাপতি জনাব কামরুল হাসান জনি এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক জামান সরকার। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাংগঠনিক সম্পাদক সামসুল গাজী। মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন সম্মানিত ইসলামিক চিন্তাবিদ মুফতী রহমতুল্লাহ।

আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের জীবনী, রাজনৈতিক দর্শন এবং বাংলাদেশের স্বাধীনতা ও পুনর্গঠনে তাঁর অসামান্য অবদানের স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, “জিয়াউর রহমান কেবল একজন রাষ্ট্রনায়ক ছিলেন না, তিনি ছিলেন একটি বিশ্বাস, একটি চেতনা, একটি আত্মমর্যাদার নাম—যিনি জাতিকে জাগিয়ে তুলেছিলেন স্বাধীনতার স্বপ্নে, আত্মনির্ভরশীলতায়।”

এছাড়াও আলোচনা বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মবিন মোহাম্মদ, প্রধান উপদেষ্টা আবদুর রশীদ, সহ-সভাপতি বদরুম মনির ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ।

সভায় বক্তারা আরও বলেন, “শহীদ জিয়া আজীবন জনগণের অধিকার প্রতিষ্ঠায় লড়েছেন। তাঁর ‘বহুদলীয় গণতন্ত্র’ ও ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ আজও আমাদের অনুপ্রেরণা। বর্তমান রাজনৈতিক সংকটময় সময়ে শহীদ জিয়ার আদর্শই পারে জাতিকে আলোর পথে ফিরিয়ে নিতে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি তাপস খান, এনাজুল হক, উপদেষ্টা ফয়েজ আহমেদ, ফিনল্যান্ড বিএনপির যুগ্ম সম্পাদক ও ফিনল্যান্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম বেপারি, ফারহান ইসলাম, মো. ইসলাম সোহাগ, শাওন, ফারদিন, মাহিব, রকিবুল ইসলাম রুবেল, আবদুল্লাহ আরিফ, এমরান হোসেন খান পলাশ, আল আদিন, জাইদ, রাব্বির আহমেদ, আনিকুল অনিক, মানিক হোসেন, পারভেজ মনোয়ার, ফিনল্যান্ড স্বেচ্ছাসেবক দলের অন্যান্য সদস্যগণ এবং আরও অনেক নেতা-কর্মী।

দোয়া মাহফিল শেষে শহীদ প্রেসিডেন্টের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং আগত অতিথিদের আপ্যায়ন করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর