আনন্দ শোভাযাত্রার মোটিফে আগুন: জড়িতদের শাস্তির দাবি ফিনল্যান্ড বিএনপির

 ফিনল্যান্ড থেকে জামান সরকার :  ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের আনন্দ শোভাযাত্রা উদ্‌যাপনের জন্য তৈরি দুটি প্রতীকী মোটিফে অজ্ঞাত দুর্বৃত্তের আগুন দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফিনল্যান্ড শাখা।

 শনিবার এক বিবৃতিতে ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি এবং সাধারণ সম্পাদক জামান সরকার বলেন, “এত বড় একটি সাংস্কৃতিক আয়োজনকে কেন্দ্র করে যথাযথ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না করাটা অত্যন্ত দুঃখজনক। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত তদন্ত সাপেক্ষে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”

নেতারা আরও বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে নির্মিত শিল্পকর্ম পুড়িয়ে দেওয়া মানে মুক্তচিন্তা, সংস্কৃতি ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—বরং একটি ভয়ঙ্কর বার্তা বহন করে।”

ফিনল্যান্ড বিএনপি বর্ষবরণের আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসনের প্রতি নিরাপত্তাব্যবস্থা আরও সক্রিয় এবং জোরদার করার আহ্বান জানায়।

নেতৃবৃন্দ দেশবাসীর প্রতি আহ্বান জানান, এই ধরনের অমানবিক ও অশিল্পসংগত ঘটনার বিরুদ্ধে সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানান এবং দেশের সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সোচ্চার থাকেন।