বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জ আড়াইশ বছরের পুরনো মাছের (জামাাই) মেলাকে নিয়ে আনন্দ-উৎসব গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের রহস্যজনক অসুস্থতা এক্সপার্ট ভিলেজ লিমিটেডের দুই কারখানার শতাধিক শ্রমিক হাসপাতালে গাকৃবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত বাংলাদেশের জন্য যে সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে: ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র যুদ্ধের পথে যেতে চাইলে ইরান প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি গাজীপুর-৩ আসনে আপিলের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেলেন ইজাদুর রহমান মিলন কালীগঞ্জে বিএনপি নেতা স্বপনের মৃত্যুতে ফজলুল হক মিলনের শোক তিন কারণে ভারতে বিশ্বকাপ খেলা হবে না বাংলাদেশের: ক্রীড়া উপদেষ্টা ডিবি তদন্তেও দমে নেই সোহরাব বাহিনী: নাটোরে পঙ্গু শ্রমিকের জমি দখল করে সেই টাকায় মামলা লড়ছে ভূমিদস্যুরা

গণভোটের জন্য জনসচেতনতা বৃদ্ধিতে জিসিসি’র মাসব্যাপী বিশেষ প্রচারণা কর্মসূচি গ্রহণ

  • আপডেট টাইম : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৩২ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি :  আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই সাথে অনুষ্ঠেয় গণভোটের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী বিশেষ প্রচারণামূলক কর্মসূচি গ্রহণ করেছে গাজীপুর সিটি কর্পরেশন। এ কর্মসূচির আওতায় লিফলেট বিতরণ, ব্যানার, বিলবোর্ড স্থাপনসহ মাইকিং ও ভ্রাম্যমাণ গাড়িতে করে ভিডিওচিত্র প্রদর্শন করা হচ্ছে। গাজীপুর সিটি করপোরেশনের সচীব আমিন আল পারভেজ এ তথ্য জানান।
সরেজমিন বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখা গেছে,  গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থানে বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপুর্ণ স্থানে  বিশাল বিলবোর্ড স্থাপন করা হয়েছে। সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবন এবং আঞ্চলিক কার্যালয়সমূহে গণভোটের গুরুত্ব বর্ণনা করে ব্যানার ঝোলানো হয়েছে। এ বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান জানান,  স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুসরণ করে এবং সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে গাজীপুর সিটি কর্পোরেশন গণভোটের বিষয়ে ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে প্রচারণামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। ইতোমধ্যে বিশ হাজার লিফলেট ছাপিয়ে প্রতিটি ওয়ার্ডে বিতরণের ব্যবস্থা করা হয়েছে ।  গুরুত্বপুর্ণ স্থানে অন্ততঃ বিশটি বিলবোর্ড স্থাপন করা হচ্ছে। এছাড়া মাসব্যাপী মাইকিং, ভিডিওচিত্র প্রদর্শনসহ নানা প্রচারণামূলক ল্কর্মসুচি বাস্তবায়ন করা হবে মর্মেও তিনি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর