বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে ডাকসুর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা কালীগঞ্জ আড়াইশ বছরের পুরনো মাছের (জামাাই) মেলাকে নিয়ে আনন্দ-উৎসব গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের রহস্যজনক অসুস্থতা এক্সপার্ট ভিলেজ লিমিটেডের দুই কারখানার শতাধিক শ্রমিক হাসপাতালে গাকৃবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত বাংলাদেশের জন্য যে সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে: ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র যুদ্ধের পথে যেতে চাইলে ইরান প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি গাজীপুর-৩ আসনে আপিলের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেলেন ইজাদুর রহমান মিলন কালীগঞ্জে বিএনপি নেতা স্বপনের মৃত্যুতে ফজলুল হক মিলনের শোক তিন কারণে ভারতে বিশ্বকাপ খেলা হবে না বাংলাদেশের: ক্রীড়া উপদেষ্টা

পুরান ঢাকাকে বাসযোগ্য করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান রাজউক চেয়ারম্যানের

  • আপডেট টাইম : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৭ ভিজিটর

স্টাফ রিপোর্টার: পুরান ঢাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে জনসচেতনতার পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। শুক্রবার রাজধানীর নয়াবাজারে ঢাকা মহানগর সমিতি (ঢাকা সমিতি) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় পুরান ঢাকার অপরিকল্পিত ভবন, সরু রাস্তা ও নকশাবহির্ভূত নির্মাণসহ বিভিন্ন ঝুঁকির বিষয় নিয়ে আলোচনা করা হয়। রাজউক চেয়ারম্যান বলেন, “পুরান ঢাকার সমস্যাগুলো বহুদিনের। শুধু আইন দিয়ে এর সমাধান সম্ভব নয়; নতুন প্রজন্মের জন্য একটি তিলোত্তমা ও নিরাপদ শহর গড়তে ঢাকাবাসীকে সচেতন হতে হবে।”

তিনি আরও বলেন, “বাড়ি নির্মাণই শেষ কথা নয়; অগ্নিকাণ্ড বা ভূমিকম্পের মতো দুর্যোগে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স প্রবেশের জন্য পর্যাপ্ত রাস্তা রাখা জরুরি।” ভবন নির্মাণে রাজউকের নিয়ম কঠোরভাবে মেনে চলার পাশাপাশি পুরোনো ভবনগুলোকে ঝুঁকিমুক্ত করতে তিনি মালিকদের সহযোগিতা কামনা করেন।

ঢাকা সমিতির সভাপতি আলহাজ মো. ইসমাইল নওয়াবের সভাপতিত্বে সভায় রাজউকের পক্ষ থেকে এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় ঢাকা সমিতির মহাসচিব আলহাজ আবু মোতালেব, রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) এরাদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, সমিতির কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর