বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জ আড়াইশ বছরের পুরনো মাছের (জামাাই) মেলাকে নিয়ে আনন্দ-উৎসব গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের রহস্যজনক অসুস্থতা এক্সপার্ট ভিলেজ লিমিটেডের দুই কারখানার শতাধিক শ্রমিক হাসপাতালে গাকৃবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত বাংলাদেশের জন্য যে সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে: ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র যুদ্ধের পথে যেতে চাইলে ইরান প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি গাজীপুর-৩ আসনে আপিলের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেলেন ইজাদুর রহমান মিলন কালীগঞ্জে বিএনপি নেতা স্বপনের মৃত্যুতে ফজলুল হক মিলনের শোক তিন কারণে ভারতে বিশ্বকাপ খেলা হবে না বাংলাদেশের: ক্রীড়া উপদেষ্টা ডিবি তদন্তেও দমে নেই সোহরাব বাহিনী: নাটোরে পঙ্গু শ্রমিকের জমি দখল করে সেই টাকায় মামলা লড়ছে ভূমিদস্যুরা

গাকৃবি’র গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন হিসেবে বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর তোফাজ্জল ইসলামের দায়িত্ব গ্রহণ

  • আপডেট টাইম : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে নিযুক্ত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ থেকে পরবর্তী দুই বছরের জন্য তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।  বর্তমান ডিন প্রফেসর ড. মো. রমিজ উদ্দিন মিঞার কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
প্রফেসর ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে কৃষিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড বায়োসায়েন্সে সর্বোচ্চ ডিস্টিনকশনসহ পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
প্রফেসর তোফাজ্জল ইসলাম গাকৃবি’র ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (আইবিজিই)-এর প্রতিষ্ঠাতা পরিচালক। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক বিভাগ এবং বহিরাঙ্গন কার্যক্রম (Outreach Activities)-এর পরিচালক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে তিনি মূলত ২০১৬ সালে বাংলাদেশে গমের ব্লাস্ট রোগের আক্রমণ শনাক্তকরণে আন্তর্জাতিক বিজ্ঞানী দলের নেতৃত্ব দিয়ে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। তাঁর উদ্ভাবিত সিআরআইএসপিআর (CRISPR) ভিত্তিক দ্রুত রোগ শনাক্তকরণ প্রযুক্তি বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এক অনন্য মাইলফলক হিসেবে স্বীকৃত।
গবেষণাক্ষেত্রে তাঁর অর্জন বিশ্বজুড়ে সমাদৃত। এ পর্যন্ত তাঁর ৪৮০টিরও বেশি উচ্চমানসম্পন্ন গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। গুগল স্কলারে তাঁর গবেষণার সাইটেশন সংখ্যা ১৫,০০০ ছাড়িয়েছে এবং তাঁর এইচ-ইনডেক্স (h-index) ৬১, যা বাংলাদেশের বিজ্ঞানীদের মধ্যে এক বিরল কৃতিত্ব।
একাডেমিক ও গবেষণাক্ষেত্রে প্রফেসর ইসলামের অর্জন সুবিশাল। তিনি আমেরিকান ফাইটোপ্যাথলজিক্যাল সোসাইটি (APS)-এর ১২০ বছরের ইতিহাসে প্রথম বাঙালি হিসেবে ‘ফেলো’ নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন। এছাড়াও তিনি দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস (TWAS) এবং বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (BAS)-এর একজন নির্বাচিত ফেলো। গবেষণার স্বীকৃতিস্বরূপ তিনি গত কয়েক বছর ধরে টানা বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় (স্ট্যানফোর্ড-এলসেভিয়ার র‍যাঙ্কিং) স্থান ধরে রেখেছেন। টাইমস হায়ার এডুকেশন র‍যাঙ্কিং ব্যবস্থা অনুযায়ী গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে (গাকৃবি) বাংলাদেশের এক নম্বর গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে উন্নীত করার ক্ষেত্রে তাঁর অবদান সর্বাগ্রে।
আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার অভিজ্ঞতা সমৃদ্ধ প্রফেসর ইসলাম জাপান সোসাইটি ফর দ্য প্রমোশন অব সায়েন্স (JSPS), জার্মানির আলেকজান্ডার ফন হুমবোল্ট, যুক্তরাজ্যের কমনওয়েলথ এবং যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট ফেলোশিপের আওতায় পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেছেন।
বিজ্ঞান ও প্রযুক্তিতে অনন্য অবদানের জন্য তিনি বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস গোল্ড মেডেল, ইউজিসি রিসার্চ অ্যাওয়ার্ড, কমনওয়েলথ ইনোভেশন অ্যাওয়ার্ড এবং ইসলামি উন্নয়ন ব্যাংক (IsDB) ট্রান্সফরমারস অ্যাওয়ার্ডসহ অসংখ্য দেশি-বিদেশি সম্মাননায় ভূষিত হয়েছেন। গাকৃবি’র গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে প্রফেসর তোফাজ্জল ইসলামের নিয়োগ উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং গবেষণার আন্তর্জাতিকীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর