ঢাকা গ্যাজেট রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানম্নত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা গ্যাজেট পরিবার গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় ঢাকা গ্যাজেটের সম্পাদক বলেন, মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশী জাতীয়তাবাদ ও দেশের রাজনীতির এক উজ্জল নক্ষত্রের বিদায়ে দেশ এক মহান ব্যাক্তিত্ব হারালো। তিনি তার রাজনৈতিক দূরদর্শিতায় দেশের মানুষের কাছে আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত ছিলেন। সারা জীবন দেশের কল্যাণে জীবন উৎসর্গ করেছেন। তার অবদান দেশের মানুষ আজীবন মনে রাখবেন।