বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জ আড়াইশ বছরের পুরনো মাছের (জামাাই) মেলাকে নিয়ে আনন্দ-উৎসব গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের রহস্যজনক অসুস্থতা এক্সপার্ট ভিলেজ লিমিটেডের দুই কারখানার শতাধিক শ্রমিক হাসপাতালে গাকৃবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত বাংলাদেশের জন্য যে সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে: ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র যুদ্ধের পথে যেতে চাইলে ইরান প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি গাজীপুর-৩ আসনে আপিলের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেলেন ইজাদুর রহমান মিলন কালীগঞ্জে বিএনপি নেতা স্বপনের মৃত্যুতে ফজলুল হক মিলনের শোক তিন কারণে ভারতে বিশ্বকাপ খেলা হবে না বাংলাদেশের: ক্রীড়া উপদেষ্টা ডিবি তদন্তেও দমে নেই সোহরাব বাহিনী: নাটোরে পঙ্গু শ্রমিকের জমি দখল করে সেই টাকায় মামলা লড়ছে ভূমিদস্যুরা

মুহাম্মদ মনির হোসেনের ‘পার্বত্য অঞ্চলের নদী’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ ভিজিটর

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নদীপ্রেমী লেখক মুহাম্মদ মনির হোসেনের নতুন গ্রন্থ ‘পার্বত্য অঞ্চলের নদী’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় ঢাকায় চ্যানেল আই-এর মুস্তফা মনোয়ার স্টুডিও–৪ এ আয়োজিত এ অনুষ্ঠানে নদী, পরিবেশ, গবেষণা ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্টজনদের উপস্থিতিতে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। পুরো আয়োজনে সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু।

স্বভাবসুলভ নদীপ্রাণ শুভেচ্ছা দিয়ে ‘পার্বত্য অঞ্চলের নদী’ বইটির লেখক মুহাম্মদ মনির হোসেন জানান, বাংলাদেশের নদীগুলোর আলোচনায় মূলত গঙ্গা-মেঘনা-ব্রহ্মপুত্র বেসিনের সমতলের নদীগুলো নিয়ে কথা হয়।

অথচ পাহাড়ি নদী শঙ্খ, কাসালং, মাইনি, মাতামুহুরি, নাফ এসব নদীগুলোর জন্ম ও প্রবাহ সম্পূর্ণ স্বকীয় বৈশিষ্ট্যপূর্ণ। তাই নদীগুলো নিয়ে বিস্তর গবেষণার শুরুটা এই বইয়ের মাধ্যমে হলো।

মনির বলেন, ‘বেসিন ভিত্তিক নদী নিয়ে গবেষণা, রক্ষার চিন্তা হলেও এই বেসিনের বাইরে আমাদের পাহাড়ি নদীগুলো বাঁচাতে হলে দরকার বিস্তারিত গবেষণা, এসবকে সংযোজন করে আলোচনা করা। পাহাড়ি নদীগুলো নিয়ে আলাদাভাবে চিন্তা করতে হবে, এসব নদীর বৈশিষ্ট্য, সৌন্দর্য্য এবং এদের ঘিরে বেঁচে থাকা সম্প্রদায়গুলোর জীবনধারা স্বকীয় বৈশিষ্ট্যে ভরা।

পাহাড়ি নদী নিয়ে আগামীতে বিস্তারিত গবেষণার পথ সুগম করতেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।’
অনুষ্ঠানে মুকিত মজুমদার বাবু বলেন,‘এ ধরনের একটি বই, রেফারেন্স বুক হিসেবে কাজ করবে। আশা করব মনির আরো বিস্তারিত তথ্য দিয়ে এবং পরিসংখ্যান দিয়ে আরো বড় একটি বই বের করবেন, যেটা সবার কাজে লাগবে।’

পাহাড়ি নদী রক্ষার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘যদি আমাদের সবুজ পাহাড়গুলো না থাকতো তাহলে আমাদের নদীগুলো বেঁচে থাকতো না।

পাহাড় এবং নদী একটির সঙ্গে আরেকটি অঙ্গাঙ্গীভাবে জড়িত। পাহাড়, ছড়া এবং গাছ অবশ্যই রক্ষা করতে হবে, তাহলেই পার্বত্য নদীগুলোর প্রবাহ থাকবে, নদীগুলো বেঁচে থাকবে।’

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নদী গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. আলাউদ্দিন হোসেন, পরিবেশ অধিদপ্তরের পরিচালক ড. মো. সোলাইমান হায়দার, নৌপরিবহন বিশেষজ্ঞ মো. মনোয়ার হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সাধারণ সম্পাদক আলমগীর কবির এবং বাংলা একাডেমির সহকারী পরিচালক মো. আজিজুল হক। অনুষ্ঠানের প্রারম্ভিক আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অসীম বিভাকর।

‘পার্বত্য অঞ্চলের নদী’ গ্রন্থে লেখক বাংলাদেশের পার্বত্য অঞ্চলের নদ-নদীগুলোর উৎস, প্রবাহ, ঐতিহাসিক ধারাবাহিকতা, পরিবেশগত গুরুত্ব ও ভবিষ্যৎ সংকট গভীরভাবে বিশ্লেষণ করেছেন।

বইটিতে চেঙ্গি, কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরী, নাফসহ পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ নদীগুলোর দীর্ঘকালীন প্রবাহ-ধারা, পাহাড়ি বন ও জীববৈচিত্র্যের সঙ্গে তাদের নিবিড় সম্পর্ক এবং মানবজীবন ও সংস্কৃতিতে নদীর প্রভাব তুলে ধরা হয়েছে।

মুহাম্মদ মনির হোসেন দীর্ঘদিন ধরে নদী গবেষণা, পর্যবেক্ষণ ও লেখালেখির মাধ্যমে নদী সংরক্ষণ আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এর আগে তিনি দেশ-বিদেশে শতাধিক নদী পরিদর্শন করেছেন এবং নদীনাম, নদীর সংকট ও সম্ভাবনা নিয়ে নিয়মিত লেখালেখি করছেন। তাঁর প্রকাশিত গ্রন্থসমূহের মধ্যে রয়েছে ‘নদী ও জলে ভ্রমণ’ (২০২১) এবং ‘গাজীপুরের নদী’ (২০২৩)।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর