সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ফের বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা ঢাবিতে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির চারুকলা বিভাগের চিত্রপ্রদর্শনী শুরু গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক, চলছে জিজ্ঞাসাবাদ পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা গাজীপুরে ১৫১ পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ কাপাসিয়ায় নদীতে কচুরিপানা ফেলতে গিয়ে এক নারীর মৃত্যু,অপর একজন নিখোঁজ জাপানের এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড: ‘নাশকতার’ প্রমাণ খুঁজছে সরকার পূর্বাচল নতুন শহরে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ ও পুলিশ ব্যারাক উদ্বোধন

রাজধানীতে চিরসবুজ ৫০ প্লাস বন্ধুদের মিলনমেলা গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১০৭ ভিজিটর

হাবিবুর রহমান: নানা আয়োজনে আনন্দ মুখর পরিবেশে সম্পন্ন হল চিরসবুজ ৫০ + বন্ধুদের মিলনমেলা গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। ১০ অক্টোবর শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে ঋদ্ধি বুক ক্যাফে রেস্টুরেন্ট কনফারেন্স হলে ওই বার্ষিকী অনুষ্ঠিত হয়।

আয়োজনের মধ্যে ছিল আলোচনা, কেক কাটা, আড্ডা, ফটোসেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ,ডিনার ও আকর্ষণীয় র্যাফেল ড্র। গ্রুপের ফাউন্ডার এডমিন ইসমত আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্মার্ট সলিউশনের প্রধান নির্বাহী ও গ্রুপের উপদেষ্টা মোঃ শোয়াইব উল্লাহ।

গ্রুপের উপদেষ্টা গাজী মাহমুদ কামাল ওই অনুষ্ঠান উদ্বোধন করেন। প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে চির সবুজ বন্ধুদের অংশগ্রহণে তা হয়ে ওঠে জাঁকজমকপূর্ণ।

অনুষ্ঠান স্থলে বন্ধুদের ফটো সেশন চলে, চলে আড্ডা। তাদের প্রাণোস্পন্দন উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ঋদ্ধির তৃতীয় তলা হয়ে ওঠে মুখরিত। অনুষ্ঠান সভাপতি ফাউন্ডার এডমিন ইসমত আরা বেগম, এডমিন প্যানেলের বন্ধু ইঞ্জিনিয়ার আব্দুর রাকিব খান, সেলিনা আফরোজ, আবু জাহিদ সাদিক, এনামুল হক, মিজানুর রহমান, নজরুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব সহ সকলের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়।

বন্ধু আবু হাসান তালুকদারের কবিতা আবৃত্তি, বন্ধু এনায়েত ও হালিমের উদাস কণ্ঠের গান অনুষ্ঠানকে মাতিয়ে রাখে। বাউল শিল্পী মতিনের বাউলিয়ানা সুর ও অতিথি শিল্পী সেলিম সরকারের চিরদিনই তুমি যে আমার গানটি শুনে মুগ্ধ হন উপস্থিত বন্ধুরা। গানের সুরে সুরে নৃত্যের তালে তালে মেতে ওঠেন বন্ধু ইঞ্জিনিয়ার আমিনুল, ফকির মনির ,আবু আলম, সুলতানা রাজিয়া, একরামুল্লা, বন্ধু রাকিব, ননি রহমান, ফিরোজ আলম, বিএম চৌধুরী, ফিরোজা , সুলতানা রাজিয়া, বকুল আরাসহ অনেকেই।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইসমত আরা বেগম বলেন, হতদরিদ্রদের সহযোগিতা, অসহায়দের চিকিৎসা সেবা সহ নানান সেবা ধর্মী কাজ হবে এই গ্রুপের মাধ্যমে। অনুষ্ঠানে অতিথি ও এডমিন প্যানেল সদস্যদের কে ক্রেস্ট প্রদান করে সম্মানিত করা হয়। বন্ধুত্বের বন্ধন অটুট রেখে ঐক্যবদ্ধ হয়ে সেবামূলক কাজে আমরা এগিয়ে যাব সামনের দিনে। অনুষ্ঠান সফল করায় তিনি সকলকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিকেল তিনটা থেকে রাত সাড়ে নটা অবধি চলে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর ওই অনুষ্ঠানমালা।

উল্লেখ্য চিরসবুজ ৫০ প্লাস বন্ধুদের মিলন মেলা গ্রুপটি ১০ অক্টোবর ২০২৪ সালে অনলাইন যাত্রা শুরু করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর