বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে ডাকসুর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা কালীগঞ্জ আড়াইশ বছরের পুরনো মাছের (জামাাই) মেলাকে নিয়ে আনন্দ-উৎসব গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের রহস্যজনক অসুস্থতা এক্সপার্ট ভিলেজ লিমিটেডের দুই কারখানার শতাধিক শ্রমিক হাসপাতালে গাকৃবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত বাংলাদেশের জন্য যে সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে: ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র যুদ্ধের পথে যেতে চাইলে ইরান প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি গাজীপুর-৩ আসনে আপিলের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেলেন ইজাদুর রহমান মিলন কালীগঞ্জে বিএনপি নেতা স্বপনের মৃত্যুতে ফজলুল হক মিলনের শোক তিন কারণে ভারতে বিশ্বকাপ খেলা হবে না বাংলাদেশের: ক্রীড়া উপদেষ্টা

রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে বাউবির বিএ এবং বিএসএস প্রোগ্রামের সমন্বয়কারীদের সাথে মতবিনিময় সভা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ ভিজিটর

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আসন্ন বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২৪ আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে।

বাউবি বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২৪ সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠান, ছবিযুক্ত প্রবেশপত্র ও স্বতন্ত্র হাজিরা শীট সংশ্লিষ্ট স্টাডি সেন্টার থেকে প্রিন্টের বিষয়ে ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বুধবার সকাল ১০টায় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে বিএ এবং বিএসএস প্রোগ্রামের অধ্যক্ষ/সমন্বয়কারীগণের সাথে বাউবি কর্মকর্তাদের এক মত বিনিময় সভা  অনুষ্ঠিত হয়।  উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ত্ব করেন বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ওয়াহিদুজ্জামান আহমেদ (কনক)।

এবার পরীক্ষার্থীদের ছবিযুক্ত প্রবেশপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। শিক্ষার্থীকে osapsnew.bou.ac.bd-তে প্রবেশ করে User ID এবং Password দিয়ে Login করে Admit Card Download  করে প্রিন্ট করতে হবে। সেই সাথে বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২৪ এর প্রত্যেক ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরকে সাদা কালো ছবিযুক্ত স্বতন্ত্র হাজিরাশীট প্রিন্ট করতে হবে।

সভায় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তাগণ, আওতাধীন উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধান যুগ্ম-আঞ্চলিক পরিচালক মোঃ আয়নুল হক (পাবনা), যুগ্ম-আঞ্চলিক পরিচালক মোঃ গোলাম কিবরিয়া (চাঁপাইনবাবগঞ্জ), উপ-আঞ্চলিক পরিচালক শাহ্ মুহা: আব্দুল মালেক (নওগাঁ) ও উপ-আঞ্চলিক পরিচালক তানিয়া তালুকদার (নাটোর) এবং বিএ/বিএসএস প্রোগ্রামের অধ্যক্ষ/সমন্বয়কারীগণ উপস্থিত ছিলেন।
আঞ্চলিক কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক ও সংশ্লিষ্ট প্রোগ্রাম অফিসার মোহা: শামসুজ্জামান অনুষ্ঠানটি সঞ্চালন করেন। সেই সাথে বিএ এবং বিএসএস প্রোগ্রাম ২০২৬ ভর্তি সম্পর্কে উক্ত প্রোগ্রাম অফিসার রাজশাহী জেলার সকল স্টাডি সেন্টারের সমন্বয়কারীদের শিক্ষার্থী বৃদ্ধির জন্য অনুরোধ করেন। রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ওয়াহিদুজ্জামান আহমেদ (কনক) প্রমোশনাল কার্যক্রমের অংশ হিসাবে কাঠের উপর খোদাই করা চাবির রিং উপস্থিত সমন্বয়কারী/টিউটরদের নিকট বিতরণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর