ক্রীড়া প্রতিবেদক; ২০২৬ ফিফা বিশ্বকাপে এবারই প্রথম সবচেয়ে বড় পরিসরে আয়োজন করতে যাচ্ছে ফিফা। ৩২ দল থেকে আরও ১৬টি দল বাড়িয়ে করা হলো মোট ৪৮টি। যেখানে আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে তিন স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। বাকি ৪৫ দলের জন্য অনুষ্ঠিত হচ্ছে বাছাই পর্ব।
বাছাইপর্ব শুরু হয়েছিল ২০২৩ সালের ১২ অক্টোবর, এশিয়ার ছোট দলগুলোর মধ্যে ম্যাচ দিয়ে। বিশ্বকাপ বাছাইয়ে প্রথম গোলটি করেছিলেন মিয়ানমারের লুইন মো অং। যে ম্যাচে ৫-১ গোলের বিশাল ব্যবধানে ম্যাকাওয়ের বিপক্ষে জয় পেয়েছিল মিয়ানমার।
বাছাই পর্ব শুরু হওয়ার পর থেতে এখনও পর্যন্ত ৪৫ দেশের মধ্যে এখন পর্যন্ত ১৪টি দেশ জায়গা করে নিয়েছে।
ইতোমধ্যেই বিশ্বকাপ নিশ্চিত করা ১৪টি দল হলো
এশিয়া থেকে: জাপান, ইরান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, জর্ডান, অস্ট্রেলিয়া
ওশেনিয়া থেকে: নিউজিল্যান্ড
দক্ষিণ আমেরিকা থেকে: আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর, উরুগুয়ে, কলম্বিয়া, প্যারাগুয়ে
আফ্রিকা থেকে: মরক্কো