বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে ডাকসুর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা কালীগঞ্জ আড়াইশ বছরের পুরনো মাছের (জামাাই) মেলাকে নিয়ে আনন্দ-উৎসব গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের রহস্যজনক অসুস্থতা এক্সপার্ট ভিলেজ লিমিটেডের দুই কারখানার শতাধিক শ্রমিক হাসপাতালে গাকৃবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত বাংলাদেশের জন্য যে সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে: ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র যুদ্ধের পথে যেতে চাইলে ইরান প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি গাজীপুর-৩ আসনে আপিলের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেলেন ইজাদুর রহমান মিলন কালীগঞ্জে বিএনপি নেতা স্বপনের মৃত্যুতে ফজলুল হক মিলনের শোক তিন কারণে ভারতে বিশ্বকাপ খেলা হবে না বাংলাদেশের: ক্রীড়া উপদেষ্টা

গাকৃবিতে SOGORIP এর ফলাফল বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দিনব্যাপী “বাংলাদেশে খাদ্যশস্য উৎপাদনকারীদের উন্নয়নে শস্য গুদাম ঋণদান প্রকল্প SOGORIP এর প্রভাব” শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সহায়তায় কর্মশালাটি রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তরের প্রজেক্ট ডিরেক্টর (মডার্নাইজেশন এন্ড ডিজিটাইজেশন) ড. ফাতেমা ওয়াদুদ।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ শফি উল্লাহ মজুমদার এবং কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক (ডেপুটি সেক্রেটারি) ড. মোঃ রফিকুল ইসলাম।

প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “উন্নত কৃষি বিপণন ব্যবস্থা ছাড়া কৃষকের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এ ধরনের গবেষণা কার্যক্রম আমাদের বাস্তব ভিত্তিক নীতিমালা প্রণয়নে সহায়ক হবে। বিশ্ববিদ্যালয় সবসময় এমন গবেষণাকে উৎসাহিত করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন গাকৃবির ট্রেজারার এবং উক্ত গবেষণা প্রকল্পের প্রধান গবেষক প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ গাকৃবির বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, প্রক্টর, শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।

শুরুতে ড. আফ্রাদ স্বাগত বক্তব্য এবং মূল প্রবন্ধের প্রাণবন্ত উপস্থাপনা তুলে ধরেন। তাঁর উপস্থাপিত প্রবন্ধে বাংলাদেশের ধান উৎপাদক কৃষকদের অর্থনৈতিক অবস্থান, বাজার প্রবেশাধিকার এবং ঝঙএঙজওচ মডেলের প্রয়োগে সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরা হয়।

তিনি মূল প্রবন্ধে বলেন, SOGORIP বিপণন কৌশল একটি অংশগ্রহণমূলক ও কৃষক- কেন্দ্রিক পদ্ধতি, যার মাধ্যমে কৃষকরা ন্যায্য দামে তাদের উৎপাদিত পণ্য বিপণন করতে সক্ষম হন। গবেষণার ফলাফলে দেখা গেছে, এই কৌশল প্রয়োগে ধানচাষীদের আয়, বাজার সংযোগ এবং উৎপাদন পরিকল্পনায় উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হয়েছে।”

মূল প্রবন্ধ উপস্থাপনের পর অংশগ্রহণকারীবৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। এতে বিভিন্ন দপ্তর থেকে আগত বিশেষজ্ঞ, গবেষক, নীতিনির্ধারক, ব্যবসায়ী, কৃষক ও শিক্ষার্থীরা সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করেন।

” সভাপতির সমাপনী বক্তব্যে ড. ফাতেমা ওয়াদুদ বলেন, “এই কর্মশালার মাধ্যমে গবেষণার ফলাফল মাঠপর্যায়ে পৌঁছে যাবে বলে আমরা আশাবাদী। কৃষক-কেন্দ্রিক উন্নয়ন নিশ্চিত করতে গবেষণা, সরকারি সহযোগিতা এবং বাস্তবায়নের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানটি একটি প্রাণবন্ত আলোচনার মাধ্যমে শেষ হয়, যেখানে গবেষণালব্ধ জ্ঞান, নীতিনির্ধারণী দিকনির্দেশনা এবং বাস্তবায়নযোগ্য সুপারিশসমূহ উপস্থাপিত হয়। উল্লেখ্য, ১৯৭৮ সালে এ প্রকল্পটি চালু হয়েছিলো যার ধারাবাহিকতায় এ প্রকল্পের মাধ্যমে আজও কৃষকের সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নানাবিধ কর্মসম্পাদন বাস্তবায়ন করে চলেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর