বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জ আড়াইশ বছরের পুরনো মাছের (জামাাই) মেলাকে নিয়ে আনন্দ-উৎসব গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের রহস্যজনক অসুস্থতা এক্সপার্ট ভিলেজ লিমিটেডের দুই কারখানার শতাধিক শ্রমিক হাসপাতালে গাকৃবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত বাংলাদেশের জন্য যে সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে: ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র যুদ্ধের পথে যেতে চাইলে ইরান প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি গাজীপুর-৩ আসনে আপিলের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেলেন ইজাদুর রহমান মিলন কালীগঞ্জে বিএনপি নেতা স্বপনের মৃত্যুতে ফজলুল হক মিলনের শোক তিন কারণে ভারতে বিশ্বকাপ খেলা হবে না বাংলাদেশের: ক্রীড়া উপদেষ্টা ডিবি তদন্তেও দমে নেই সোহরাব বাহিনী: নাটোরে পঙ্গু শ্রমিকের জমি দখল করে সেই টাকায় মামলা লড়ছে ভূমিদস্যুরা

গাকৃবিতে টেবিল টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ ভিজিটর

স্টাফ রিপোর্টার: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) এর গাকৃবি স্পোর্টস ক্লাবের ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত হলো টেবিল টেনিস টুর্নামেন্ট ২০২৫ এর চূড়ান্ত পর্ব।

মঙ্গলবার (২ সপ্টেম্বের) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন কৃষি অনুষদের নিচতলায় জমজমাট এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উত্তেজনা, শিক্ষার্থীদের প্রাণশক্তি ও ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ। ফাইনাল ম্যাচ শেষে আয়োজিত হয় বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হসিবেে উপস্থতি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী এবং রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

খেলায় নারী একক এ চ্যাম্পিয়ন হন মুশতারী মহল জান্নাতী এবং রানার-আপ হন ফারজানা ইয়াসমিন। অন্যদিকে পুরুষ একক এ চ্যাম্পিয়ন হন মোঃ নাজিউর রহমান এবং রানার-আপ হন মোঃ মারুফ হোসেন তিয়াল।

শুভেচ্ছা বক্তব্যে রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা বলেন, “শিক্ষার্থীদের মানসিক বিকাশে খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। গাকৃবি স্পোর্টস ক্লাব যেভাবে ধারাবাহিকভাবে সৃজনশীল আয়োজন করছে, তা বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের বিষয়।”

প্রধান অতথিরি বক্তব্যে উপাচার্য বলেন, “শুধু পুঁথিগত বিদ্যা নয়, একজন আদর্শ মানবসম্পদ হয়ে উঠতে হলে প্রয়োজন শারীরিক ও মানসিক বিকাশের সুষম সমন্বয়। খেলাধুলা আমাদের শৃঙ্খলা শেখায়, পরিশ্রমের মূল্য শেখায় এবং দলগতভাবে কাজ করার অনন্য শিক্ষা দেয়। আমি গর্বিত, আমাদের শিক্ষার্থীরা একাডেমিক কৃতিত্বের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও নিজেদের সক্ষমতা প্রমাণ করছে। গাকৃবি প্রশাসন ভবিষ্যতেও খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করে যাবে।”

পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ মসিউল ইসলামসহ শারীরিক শিক্ষা শাখার কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।

বিজয়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে মোঃ নাজিউর রহমান বলেন ‘‘এমন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারা নিজেই এক অভিজ্ঞতা। আমরা শুধু খেলিনি, শিখেছি সহনশীলতা, দলীয় সমন্বয় ও নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রেরণা। গাকৃবি স্পোর্টস ক্লাবকে আন্তরিক ধন্যবাদ এমন একটি মঞ্চ তৈরি করে দেওয়ার জন্য।”

অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের উৎসাহ, করতালি এবং বিজয়ীদের হাসিতে প্রতিফলিত হয় গাকৃবির প্রাণচাঞ্চল্য। গাকৃবি স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে ক্রীড়া আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াচর্চাকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাওয়ার পরিকল্পনার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর