মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রিভিউ শুনানি হবে আজ বিজয় দিবস উদ্‌যাপনের জন্য কর্মসূচি চূড়ান্ত করলো সরকার ইন্দোনেশিয়ায় ফের বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা ঢাবিতে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির চারুকলা বিভাগের চিত্রপ্রদর্শনী শুরু গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক, চলছে জিজ্ঞাসাবাদ পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা গাজীপুরে ১৫১ পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ কাপাসিয়ায় নদীতে কচুরিপানা ফেলতে গিয়ে এক নারীর মৃত্যু,অপর একজন নিখোঁজ জাপানের এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী

ফিনল্যান্ডে ঈদুল ফিতরের আনন্দঘন উৎসব

  • আপডেট টাইম : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৪ ভিজিটর

জামান সরকারহেলসিংকি থেকে : ধর্মীয় অনুভূতির আবেগআনন্দের উচ্ছ্বাস আর স্মৃতির মায়ায় আচ্ছন্ন হয়ে ফিনল্যান্ডের আকাশেও আজ প্রতিধ্বনিত হচ্ছে ঈদ মোবারক!” দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফিনল্যান্ডের প্রবাসী মুসলমানরা উদযাপন করছেন পবিত্র ঈদুল ফিতর রবিবার (৩০ মার্চ) ২৯ রোজা পূর্ণ করে সারা দেশে প্রবাসী বাংলাদেশিদের ঘরে ঘরে নেমে এসেছে ঈদের খুশির জোয়ার।

মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এক অনন্য মহিমায় উজ্জ্বলএক অশেষ তাৎপর্যে সমৃদ্ধ। দীর্ঘ এক মাসের আত্মশুদ্ধির পরঈদের আগমনী বার্তা যেন খুশির জোয়ার বইয়ে দেয় প্রতিটি প্রাণে। ঈদের সকাল আসে এক অভূতপূর্ব আনন্দের আবহ নিয়ে নতুন পোশাকের রঙে রঙিন হয়ে ওঠে চারপাশছোট-বড় সবার মনে জাগে উচ্ছ্বাসের দোলাআর শিশুদের নিষ্পাপ মুখে ফুটে ওঠে নির্মল আনন্দের আলো।

হেলসিংকি শহর জুড়ে ঈদের স্নিগ্ধ পরশসুগন্ধি আতরের সুবাস মিশে যায় বাতাসে। পিতামাতার আশীর্বাদভাইবোনের হাস্যোজ্জ্বল উচ্ছ্বাসবন্ধুবান্ধবের স্নেহপূর্ণ আলিঙ্গনসব মিলিয়ে এক অপার সৌন্দর্যে ভরে ওঠে ঈদের সকাল। এ যেন ভালোবাসাসম্প্রীতি আর আনন্দের এক মহিমান্বিত উৎসব!

এক মাসের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে  ৩০ মার্চফিনল্যান্ডের মেঘলা আকাশ আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির স্নিগ্ধ পরশে ঈদের আনন্দে মুখরিত হয়ে উঠেছে প্রবাসী বাংলাদেশি মুসলমানদের হৃদয়। আত্মশুদ্ধির পবিত্র রমজান শেষেঈদের সুভাস ছড়িয়ে পড়েছে হেলসিংকির প্রতিটি প্রান্তে।

ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসবের আনন্দকে একসূত্রে গেঁথেরাজধানী হেলসিংকির ভানতা কামপো স্পোর্টস সেন্টারে বাংলাদেশ কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে ঈদের দুটি প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

প্রথম জামাত  বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় সকাল ৮:১৫ মিনিটেআর দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯:১৫ মিনিটে।
এতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা বশির আহমেদ ও হাফেজ মো. রহমত উল্লাহ।

নামাজ শেষে দেশজাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তিসমৃদ্ধি ও কল্যাণ কামনায় হৃদয়স্পর্শী বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রবাসের বুকে ঈদের এই মিলনমেলা যেন এক অপূর্ব সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের সেতুবন্ধন গড়ে তোলে!

প্রবাসের বুকে ঈদের এই আনন্দঘন মিলনমেলায় উপস্থিত ছিলেন ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসমাজসেবকব্যবসায়ীশিক্ষাবিদ এবং বিভিন্ন পেশাজীবী।

ঈদের জামাতে উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন– লিমন চৌধুরীমো. কামরুল আলম কমলনাজমুল হুদানাসির খানমাহবুবুল আলমমীর বাবুলফয়েজ আহমেদ ঢালীআতাউর রহমান খানজহিরুল আলম নজরুলমহিউদ্দিন আহমেদ মানিকমো. হারুন অর রশিদমো. মজাহারুল ইসলামমো. রাসেল রশিদজামান ভূঁইয়াকামরুল হাসান জনিমবিন মোহাম্মদজামান সরকারমো. জাহাঙ্গীর আলমগাজী সামসুল আলমশামীম বেপারীআলাউদ্দিন মোহাম্মদলিও খানহামিদুল ইসলামবদরুল মনিরসালেহ আহমেদ সালেকমো. আবদুর রশিদমহি খানআরিফ আহমেদকামরান আহমেদএম মইনআতাউর রহমান রুহেললিটনমাসুদস্বপ্নিলরাফাত আলীনাজিরুল আলম স্বপনসাব্বির আহমেদ লস্করআবুল কালাম শহিদুলতাসিনমো. মহসীনআকরাম হোসেন প্রমুখ।

একই সঙ্গে আরও অনেকে এই পবিত্র দিনে ঈদের জামাতে শরিক হনএকে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন এবং ঈদের খুশি ভাগাভাগি করেন। প্রবাসের বুকে এমন একত্রিত হওয়া যেন একখণ্ড মাতৃভূমির স্পর্শ এনে দেয়ঈদের খুশিকে আরও পরিপূর্ণ করে তোলে।

ঈদ মানেই আনন্দঈদ মানেই উৎসব! আর সেই উৎসবের উষ্ণতায় বরাবরের মতো এবারও ফিনল্যান্ডের প্রবাসী বাংলাদেশিরা ঐতিহ্যের চিরচেনা সুর বয়ে এনেছেন হৃদয়ে। রঙিন উৎসবের অনন্য আমেজে সাজানো হয়েছে দেশীয় খাবারের বাহারসুগন্ধি পোলাওমাংসের রোশনাইমজাদার সেমাইনরম তুলতুলে পিঠা-পায়েসকাবাববিরিয়ানি আর নানা স্বাদের মুখরোচক খাবার। একে অপরের বাড়িতে নিমন্ত্রণ আর আপ্যায়নের আনন্দমুখর মিলনমেলা যেন এনে দিয়েছে বাংলাদেশি সংস্কৃতির মায়াময় এক আবহ।

হাজার মাইল দূরে থেকেও প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য ব্যাকুলতা যেন ঈদ আনন্দের মাঝে মিশে থাকে এক অবিচ্ছেদ্য অনুভূতি হয়ে। দেশের প্রতি ভালোবাসা আর আবেগে উদ্বেল প্রবাসীরা ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন ফোনভিডিও কলেইন্টারনেটের মাধ্যমে। কেউ আনন্দের অশ্রু ফেলছেন মা-বাবার জন্যকেউ ভাইবোনের সান্নিধ্য না পাওয়ার হাহাকারে বিষণ্ন হয়ে পড়ছেন। কিন্তু এই আবেগের মাঝেও ঈদের ভালোবাসামিলন আর আনন্দই সবার কাছে মুখ্য।

ঈদ শুধুমাত্র এক দিনের উৎসব নয়—এটি ভ্রাতৃত্বভালোবাসা ও মানবিকতার এক অনন্য উপলক্ষ। দীর্ঘ এক মাসের আত্মসংযমত্যাগ ও ইবাদতের পরপ্রবাসী বাংলাদেশিরা ঈদের সোনালি সূর্যোদয়ের আলোয় মিলিত হয়েছেন একাত্মতার বন্ধনে। ধর্মীয় আবেগ ও ঈদের আনন্দ একসঙ্গে মিশে তৈরি করেছে অপূর্ব উৎসবমুখর পরিবেশযেখানে দেশপ্রেমবন্ধুত্ব আর উচ্ছ্বাস একসঙ্গে প্রবাহিত।

প্রবাসের বুকে একখণ্ড বাংলাদেশ– এটাই ঈদের আসল সৌন্দর্য! ঈদ মোবারক!

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর