বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আবুধাবীতে আলহাজ্ব আবুল বশর সিআইপিকে সংবর্ধনা জাতীয় বেতন কমিশন থেকে সরে দাঁড়ালেন মাকছুদুর রহমান গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে ডাকসুর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা কালীগঞ্জ আড়াইশ বছরের পুরনো মাছের (জামাাই) মেলাকে নিয়ে আনন্দ-উৎসব গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের রহস্যজনক অসুস্থতা এক্সপার্ট ভিলেজ লিমিটেডের দুই কারখানার শতাধিক শ্রমিক হাসপাতালে গাকৃবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত বাংলাদেশের জন্য যে সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে: ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র যুদ্ধের পথে যেতে চাইলে ইরান প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি গাজীপুর-৩ আসনে আপিলের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেলেন ইজাদুর রহমান মিলন

সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের দোয়া ও ইফতার মাহফিলে সাংবাদিকতার চ্যালেঞ্জ ও জাতীয় ঐক্যের আহ্বান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৯ ভিজিটর

স্টাফ রিপোর্টার : “ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে আমরা কখনো রাজপথ ছাড়িনি, ভবিষ্যতেও ছাড়ব না। দেশের গণতন্ত্র, মুক্ত সাংবাদিকতা ও জাতীয় ঐক্যের প্রশ্নে আমাদের অবস্থান সুদৃঢ় থাকবে।”—এ কথা বলেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন।

তিনি   বৃহস্পতিবার গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি) আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি ওবায়দুর রহমান শাহীন বলেন, “জাতীয় ঐক্য বজায় রাখা এখন সময়ের দাবি। দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা বিশেষভাবে সক্রিয় হয়ে উঠেছে। বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো, বিশেষত ভারতীয় ‘র’ (জঅড), রাজনৈতিক বিভাজন উসকে দিয়ে জাতীয় সংহতি নষ্ট করতে চাইছে। বিএনপি-জামায়াতের মধ্যেও কিছু অপশক্তি প্রবেশ করেছে, যা দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য হুমকি।”

তিনি বিএনপি ও জামায়াতের নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যদি সত্যিই গণতন্ত্র, মুক্ত সাংবাদিকতা এবং জাতীয় সংহতির প্রতি শ্রদ্ধাশীল হন, তবে বিভেদ ভুলে ঐক্যের পথে আসুন। অন্যথায়, আমরা—সাংবাদিক সমাজ—গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষার প্রয়োজনে আবারও রাজপথে নামতে বাধ্য হবো। আমরা চাই না, আমাদের দেশের ইতিহাসে ৫ আগস্টের মতো আরেকটি অন্ধকার দিন ফিরে আসুক।”

 অনুষ্ঠানে  বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী,  প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে বলেন, গণমাধ্যমের মর্যাদা নষ্ট করছে হলুদ সাংবাদিকতা, অপতথ্য ও তথ্য সন্ত্রাস। আজকের বিশ্বে সাংবাদিকদের দুটি বড় চ্যালেঞ্জ হলো ‘ফেইক’ ও ‘থ্রেড’ নিউজ। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগোতে হলে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা জরুরি।”

তিনি আরও বলেন, “অর্থের প্রতি লোভ থাকলে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করা সম্ভব নয়। ভয়কে জয় করার মতো সাহস না থাকলে সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা করা যাবে না। সত্যিকারের সাংবাদিকতার জন্য সত্যকেই তুলে ধরতে হবে, মিথ্যাচারের ধারে কাছেও যাওয়া যাবে না।”

তিনি আরো বলেন,  সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে সত্য প্রকাশ করা। প্যারিস ও আমেরিকার যুদ্ধের অন্যতম কারণ ছিল হলুদ সাংবাদিকতা। তাই আমাদের সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে। যেখানে সত্য, কল্যাণ ও মঙ্গল—সেখানেই সাংবাদিকতা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয়  সভাপতি সালাহ উদ্দিন আইউবী, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু,জেলা জামায়াতের প্রচার সম্পাদক মেস্তাফিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন  গাজীপুর প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ রেজাউল বারী বাবুল, সেক্রেটারি শাহ শামসুল হক রিপন,সাবেক সেক্রেটারি আমিনুল ইসলাম, ইউনিয়নের গাজীপুর শাখার সহ সভাপতি শেখ মোঃ আজিজুল হক,কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি কামাল হোসেন, সেক্রেটারি শামসুল হুদা লিটন,কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোখলেছুর রহমান, ইউনিয়নের গাজীপুর শাখার কোষাধক্ষ হাবিবুর রহমান প্রমুখ।

সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি এইচ এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে গাজীপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর