বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কোনো অন্যায় চাপে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন: সিইসি মানবতাবিরোধী অপরাধ: ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ কাপাসিয়ায় ডায়মন্ড এগ লিমিটেডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ টাকা জরিমানা রাজধানীতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি চূড়ান্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রিভিউ শুনানি হবে আজ বিজয় দিবস উদ্‌যাপনের জন্য কর্মসূচি চূড়ান্ত করলো সরকার ইন্দোনেশিয়ায় ফের বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা ঢাবিতে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির চারুকলা বিভাগের চিত্রপ্রদর্শনী শুরু গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে

গাজীপুর সিটির ময়লা ব্যবস্থাপনার জন্য ১০০ বিঘা জমি নেওয়া হচ্ছে -জিসিসি প্রশাসক

  • আপডেট টাইম : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৬ ভিজিটর

স্টাফ রির্পোটার : গাজীপুর সিটি কর্পোরেশনের  প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশনের জন্য একশ বিঘা জমির ব্যবস্থা করা হচ্ছ, যেখানে ময়লা ব্যবস্থাপনার জন্য আধুনিক সিস্টেম নির্মাণ করা হবে। পাশাপাশি নগরবাসীর সুবিধার্থে মশার ওষুধ ছিটানো, নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, বিনোদন পার্ক ও খেলার মাঠ নির্মাণসহ নানা উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এছাড়া নগরীর ছোট ছোট রাস্তার উন্নয়নে ৮০ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে।

তিনি সোমবার (১৭ মার্চ) গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-১ টঙ্গীর হলরুমে সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনে (জিসিসি) এখন নির্বাচিত জনপ্রতিনিধি নেই, ফলে উন্নয়ন কার্যক্রমে ধারাবাহিকতা রক্ষায় একজন পূর্ণকালীন প্রশাসক প্রয়োজন ।

সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে কথা বলতে গিয়ে শরফ উদ্দিন জানান, ৫ আগস্টের পর ঠিকাদাররা কাজ ছেড়ে দিলেও তাদের সঙ্গে বৈঠক করে পুনরায় কাজে ফিরিয়েছেন তিনি। তিনি বলেন, “তাদের বলেছি, আপনারা কাজ করুন, আমি টাকার ব্যবস্থা করব। তখন তারা কাজ শুরু করে। ফলে এখন উন্নয়নমূলক কাজ চলছে।

তিনি বলেন,মানুষ যত বেশি তথ্য জানবে, তত বেশি উপকৃত হবে। প্রতিটি প্রকল্পে সাইনবোর্ড থাকবে প্রয়োজনীয় তথ্যসহ, যাতে উন্নয়ন প্রকল্প সম্পর্কে জনসাধারণ অবগত থাকতে পারে এবং জবাবদিহিতা নিশ্চিত হয়।

গাজীপুরের নাগরিক সমস্যাগুলো খোলামেলাভাবে জানতে চান উল্লেখ করে জিসিসির প্রশাসক বলেন,আমরা সরকারি চাকরিজীবী, দায়িত্বপ্রাপ্ত হয়ে নগরীর উন্নয়নে কাজ করছি। চোর-পুলিশ বা ইঁদুর-বিড়াল খেলার মতো পরিস্থিতি চাই না, সমস্যা সমাধান করতে চাই।

গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) উন্নয়নের গতি বাড়াতে চলমান ও ভবিষ্যৎ উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে  এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী গাজীপুরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। তিনি সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন প্রকল্প, নাগরিক সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং সাংবাদিকদের কাছ থেকে নগরীর সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে মতামত গ্রহণ করেন।

এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সিনিয়র সহ-সভাপতি এইচ এম দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মোঃ রেজাউল বারী বাবুল, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, একাত্তর টিভি ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ইকবাল আহমেদ সরকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক শরিফ আহমেদ শামীম, বাসস’র গাজীপুর প্রতিনিধি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি শেখ মোঃ আজিজুল হক, সাংবাদিক আসাদুজ্জামান সাদ, মহিন উদ্দিন রিপন, মনিরুজ্জামান, ইফতেখার রায়হানসহ সাংবাদিক নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।

আলোচনা সভায় সাংবাদিকরা গাজীপুর নগরীর বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং নাগরিক দুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বিশেষ করে, ট্রাফিক ব্যবস্থাপনা, পর্যাপ্ত পার্কিং স্থানের অভাব, অবৈধ দখল, ফুটপাত দখলমুক্তকরণ, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ইত্যাদি বিষয়ে তারা গুরুত্বারোপ করেন।

সভায় নগরীর বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত ও সরু সড়কগুলো সংস্কার এবং যানজট নিরসনে নতুন সড়ক নির্মাণ পরিকল্পনা, জলাবদ্ধতা নিরসনে ও বৃষ্টির পানি নিষ্কাশনে উন্নত ড্রেনেজ ব্যবস্থা স্থাপন ও নিয়মিত পরিস্কার কার্যক্রম, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি চালু করে নগরীকে পরিচ্ছন্ন রাখা, বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতকরণে নতুন পানির লাইন স্থাপন, নিয়মিত মশক নিধন কার্যক্রম ও নগরীর সৌন্দর্যবর্ধনের পরিকল্পনা বিষয়ে বিষদ আলোচনা করা হয়।

এসময় গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, সবার সহযোগিতায় একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে।

এসময় গাসিক এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-১ (টঙ্গী অঞ্চল) মো. জহিরুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-৫ ফিরোজ আল মামুন, অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী আশরাফ হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর