মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ফের বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা ঢাবিতে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির চারুকলা বিভাগের চিত্রপ্রদর্শনী শুরু গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক, চলছে জিজ্ঞাসাবাদ পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা গাজীপুরে ১৫১ পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ কাপাসিয়ায় নদীতে কচুরিপানা ফেলতে গিয়ে এক নারীর মৃত্যু,অপর একজন নিখোঁজ জাপানের এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড: ‘নাশকতার’ প্রমাণ খুঁজছে সরকার পূর্বাচল নতুন শহরে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ ও পুলিশ ব্যারাক উদ্বোধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে ইয়ুথ লিডারশীপ সেন্টারের মতবিনিময় সভা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬ ভিজিটর
????????????????????????????????????

গাজীপুর প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এর সাথে বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টারের নির্বাহী পরিচালক তাহসিনাহ আহমেদের নেতৃত্বে ০৪ সদস্যের প্রতিনিধি দলের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স কক্ষে আজ ১০ সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১ টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মতবিনিময় সভায় বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টারের পক্ষে তাদের বিভিন্ন কার্যক্রম ভিজ্যুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। তাদের কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে দেশব্যাপী বেকার শিক্ষার্থী ও যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষ হিসেবে গড়ে তোলা ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মহোদয় বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার থেকে আগত প্রতিনিধিদের স্বাগত জানিয়ে বলেন, “আমরা আপনাদের যে ভিজ্যুয়াল প্রেজেন্টেশন দেখতে পেলাম তাতে বিভিন্ন বিষয়ে আমাদের কাজ করার অনেক সুযোগ রয়েছে।” তিনি বলেন, “এ মুহূর্তে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সফটস্কিল ও বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী হিসেবে গড়ে তোলার প্রয়োজন রয়েছে।”

ভাইস-চ্যান্সেলর মহোদয় শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সফটস্কিল ও বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা অর্জনের জন্য বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টারের সাথে BYLC&NU নামে একটি আলাদা সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরের ইচ্ছা প্রকাশ করেন। তিনি এই BYLC&NU প্রজেক্টের সফলতার জন্য সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর