বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জ আড়াইশ বছরের পুরনো মাছের (জামাাই) মেলাকে নিয়ে আনন্দ-উৎসব গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের রহস্যজনক অসুস্থতা এক্সপার্ট ভিলেজ লিমিটেডের দুই কারখানার শতাধিক শ্রমিক হাসপাতালে গাকৃবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত বাংলাদেশের জন্য যে সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে: ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র যুদ্ধের পথে যেতে চাইলে ইরান প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি গাজীপুর-৩ আসনে আপিলের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেলেন ইজাদুর রহমান মিলন কালীগঞ্জে বিএনপি নেতা স্বপনের মৃত্যুতে ফজলুল হক মিলনের শোক তিন কারণে ভারতে বিশ্বকাপ খেলা হবে না বাংলাদেশের: ক্রীড়া উপদেষ্টা ডিবি তদন্তেও দমে নেই সোহরাব বাহিনী: নাটোরে পঙ্গু শ্রমিকের জমি দখল করে সেই টাকায় মামলা লড়ছে ভূমিদস্যুরা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাভাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের শোক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ ভিজিটর

টাঙ্গাইল প্রতিনিধি : বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ  ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় ভাইস-চ্যান্সেলর বলেন, বাংলাদেশের রাজনীতিতে দলমতের ঊর্ধ্বে একজন জাতীয় নেতা ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘ সময়ব্যাপী দেশের রাজনীতিতে প্রভাবশালী নেতৃত্ব হিসেবে সক্রিয় ছিলেন। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বহু বছর রাষ্ট্রীয় নেতৃত্ব প্রদান করেছেন। তাঁর রাজনৈতিক জীবন, সিদ্ধান্ত, অবদান ও আপসহীনতা—সবই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। তিনি ছিলেন পরিশীলিত, মার্জিত ও রুচিশীল ব্যক্তিত্বের অধিকারী।
শোকবার্তায় তিনি আরও বলেন, সংকটময় সময়ে দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে তাঁর ভূমিকা দেশের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শোকবার্তায় মরহুমার পরিবার, রাজনৈতিক সহকর্মী ও সর্বসাধারণের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে মহান আল্লাহ্‌র কাছে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর