স্টাফ রিপোর্টার : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ইস্পাত ওপ্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান মুঃ আনোয়ারুল আলম। মঙ্গলবার এক শোক বার্তায় তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় আজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গণতন্ত্র পুণ: প্রতিষ্ঠার আন্দোলনের আপোসহীন নেত্রীর মৃত্যুতে বিএসইসি পরিবার গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁকে বেহেশত নসিব করেন এবং তাঁর পরিবার ও দেশবাসী যেন এ শোক কাটিয়ে উঠতে পারেন সে প্রার্থনা করছি। একইসাথে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।