স্টাফ রিপোর্টার: প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের একার পক্ষে অবাধ-সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন করা সম্ভব নয়, সবার সহযোগিতা দরকার।
সোমবার সকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভোটাররা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটা নিশ্চিত করা ইসির দায়িত্ব।
তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র ওসমান হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা। নির্বাচন নিয়ে কোন শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফোলার আহ্বান জানান তিনি।