গাজীপুর প্রতিনিধি: গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার।
সোমবার (১৫ ডিসেম্বর), টঙ্গীর আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন ক্যাম্পাসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাসান উদ্দিন সরকার বলেন, নির্বাচন কমিশন গাজীপুরের টঙ্গী, গাছা ও পূবাইল এলাকা নিয়ে গাজীপুর-৬ আসন নামে একটি নতুন আসন সৃজন করেছিলো। কিন্তু পরে উচ্চ আদালত আসনটি বাতিল করে রায় দিয়েছেন। ফলে গাজীপুর-২ আসন পূর্বের অবস্থায় ফিরে এসেছে। বর্তমানে এ আসনে ভোটার সংখ্যা প্রায় ৮ লাখ। যা আসনটিকে দেশের অন্যতম বৃহৎ, জটিল ও চ্যালেঞ্জিং সংসদীয় আসনে পরিণত করেছে।
গাজীপুর-৬ আসন বহাল থাকা অবস্থায় গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছিল। এ আসনে মনোনীত প্রার্থীর বাড়ি কাউলতিয়া এলাকায়, যা এই বিশাল নির্বাচনি এলাকার সর্বউত্তর প্রান্তে অবস্থিত এবং সেখানে ভোটার সংখ্যা মাত্র ৭৩ হাজার ৭৩৮ জন। গাজীপুর-২ আসনে সংখ্যাগরিষ্ট ভোটারের অবস্থান টঙ্গী, গাছা এবং পূবাইল থানা এলাকায়। টঙ্গীর দুই থানা এলাকায় ভোটার ৩ লাখ ৭৩ হাজার ৬৫৯জন, গাছা ও পূবাইল থানা এলাকায় ১ লাখ ৬৮ হাজার ৫৯৫ জন। এছাড়া সদর থানা এলাকায় ভোটার সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ২০জন।
তিনি বলেন, আমাদের এ বক্তব্য কোনো ব্যক্তি, কোনো সহযোদ্ধা বা কোনো মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নয়। এটি দলীয় স্বার্থের প্রশ্ন। আমরা মনোনীত প্রার্থীর প্রতি শ্রদ্ধাশীল, দলীয় শৃঙ্খলা ও ঐক্যে বিশ্বাসী।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব ও কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের প্রতি আহ্বান জানাচ্ছি, পুনর্গঠিত গাজীপুর-২ আসনের বর্তমান ভোটার ও ভৌগোলিক বাস্তবতা পূর্ণাঙ্গভাবে বিবেচনা করা হোক। টঙ্গী, গাছা ও পূবাইল এলাকার সাংগঠনিক মতামত গুরুত্বের সঙ্গে শোনা হোক। প্রয়োজনে বর্তমান মনোনয়ন পুনর্বিবেচনা অথবা বিকল্প প্রার্থী মূল্যায়ন করা হোক। এমন একজন প্রার্থী মনোনীত করা হউক যিনি এই বিশল, জটিল ও প্রতিযোগিতামূলক আসনে সর্বোচ্চ ভোট সংহত করে বিএনপিকে বিজয়ের পথে নিতে সক্ষম।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রার্থী জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন ভাট, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আফজাল হোসেন কায়সার, বিএনপি নেতা কাজী মাহবুবুল আলম গোলাপ, সরকার শাহানুর ইসলাম রনি, সৈয়দ আখতারুজ্জামান প্রমূখ।