গাজীপুর প্রতিনিধি : গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) এর কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রফেসর ও হিট প্রকল্পের উপ-ব্যবস্থাপক ড. শেখ শামীম হাসানের সার্বিক তত্ত্বাবধানে “করোনা মহামারি-উত্তর বাংলাদেশের টেকসই কৃষি পুনরুদ্ধার: ফসল, প্রণিসম্পদ ও মৎস্য খাতে সামাজিক অভিযোজন ও প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া বিশ্লেষণ” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অর্থায়নে আয়োজিত সেমিনারটি সোমবার সকাল সাড়ে ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা জোনের ডেপুটি পরিচালক এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারের মূল উদ্দেশ্য ছিল করোনা মহামারির কারণে দেশের অর্থনীতি, সমাজ ও কৃষিভিত্তিক খাতসমূহে সৃষ্ট বহুমাত্রিক প্রভাব বিশ্লেষণ করে ভবিষ্যতের জন্য একটি কার্যকর পুনরুদ্ধার কাঠামো তৈরি করা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (কুমিল্লা জোন) এর অতিরিক্ত পরিচালক মোঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা জেলার উপ পরিচালক মোঃ মিজানুর রহমান। কুমিল্লার বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তাসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্পের সহকারী উপ-ব্যবস্থাপক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউদ্দিন কামাল। এরপর প্রকল্পের উপ-ব্যবস্থাপক প্রফেসর ড. শেখ শামীম হাসান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বিভিন্ন গবেষণালব্ধ তথ্য, মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এবং প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মপদ্ধতি ও প্রত্যাশিত ফলাফল নিয়ে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন। এ সময় ড. শামীম বলেন, ‘‘মহামারির পর আমাদের কৃষি খাত ঘুরে দাঁড়ালেও এখন প্রয়োজন একটি টেকসই ও বিজ্ঞানভিত্তিক পুনরুদ্ধার রূপরেখা যা করোনার পাশাপাশি ভবিষ্যতের যেকোনো মহামারি মোকাবেলায়ও ফলপ্রসূ ভূমিকা রাখতে পারবে। এই সেমিনার সেই প্রচেষ্টারই অংশ।” মূল প্রবন্ধ উপস্থাপনা শেষে অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। উপস্থিত কর্মকর্তাগণ নিজেদের মূল্যবান মতামত, অভিজ্ঞতা ও প্রস্তাবনা তুলে ধরে সেমিনারটিকে আরও সমৃদ্ধ ও কার্যকর করে তোলেন। পরে প্রধান অতিথির বক্তব্যে ড. আজিজুর রহমান বলেন, ‘‘করোনা মহামারি আমাদের দেখিয়েছে যে, কৃষি শুধু একটি খাত নয়, এটি দেশের খাদ্যনিরাপত্তা ও অর্থনীতির মেরুদণ্ড। তাই বাস্তবসম্মত নীতি-নির্ধারণে তথ্য-প্রমাণভিত্তিক গবেষণা অপরিহার্য। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।” সেমিনার থেকে প্রাপ্ত সুপারিশসমূহ ভবিষ্যতে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের টেকসই পুনরুদ্ধার কৌশল প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন উপস্থিতিগণ