হাফিজ ছিদ্দিকী: আমরা সবাই রাজনীতিবিদ অর্থাৎ কৌশলী, চিন্তা করা বা বুদ্ধি খাটানো। এই কথায় আমাদের নিজস্ব স্বকীয়তা রয়েছে, যাকে আমরা ধান্দাবাজী বলতে পারি। আর যখনি এটা হবে নীতির রাজা বা রাজার নীতি, ঠিক তখনি ঐতিহাসিক ভাবে কথিত গনতন্ত্র বলা হয়। যেটাকে ইংরেজীতে বলা হয়ঃ By the people of the people for the people. (জনগন কর্তৃক, জনগনের দ্বারা, জনগণের জন্য)
আমরা যারা নিজেদেরকে রাজনীতিবিদ পরিচয় দেই তারা আসলে কোন ক্যাটাগরিতে পড়ি। আমাদের বাল্যকালে দেখেছি যারা জনপ্রতিনিধি হয়েছেন তারা জননন্দিত হয়েছিলেন এর বদলে নিজের অর্জিত অর্থ সম্পদ হারিয়ে দারিদ্রতাকে বেছে নিয়েছেন। নিতান্তই পরোপকারী হয়ে পরকালীন আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়। তারা দুনিয়ায় খ্যাতিমান হয়েছেন এবং আশা করা যায় পরকালের মুক্তির ব্যবস্থা করেছেন। তারা জনগন দ্বারা, জনগন কর্তৃক, জনগনের জন্যই করেছেন।
আজকাল দল গঠন করে দলের পদ-পদবী ভাগিয়ে নিতে বিশাল বাজেট বিনিয়োগ করে থাকেন। তাঁর প্রাপ্তিতে বাড়ী গাড়ি অর্থসম্পদ অর্জন করে দেশে বিদেশে বিলাসী জীবন যাপন করে। পক্ষান্তরে আবার অপকর্মের জন্য তিরস্কৃত হয়ে জুতার মালা বা জেল জুলুমের শিকার হয়ে থাকে। এর অর্থ রাজনীতি বলতে যা বুঝায় তারা তা বুঝতে রাজি নয় বা একেবারে অজ্ঞ। আমাদের পূর্বপুরুষদের রাজনীতি যেমন এ কে ফজলুল হক, মাওলানা ভাসানী, মোহাম্মদ আলী জিন্নাহ, সোহরাওয়ার্দী এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়া ও জামায়াতের অনেকেই।
দেশের তরুন সমাজের রাষ্ট্র বিপ্লব জনসচেতনতা ও সততার লড়াই, বৈষম্যের বিরুদ্ধে বিস্ফোরণ। সত্যিকার রাজনীতিকে ধারন করার অদম্য প্রয়াস। গত সপ্তাহ থেকে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচনে তাঁরই বহিঃপ্রকাশ ঘটেছে। যদিও অনেকেই ছলচাতুরী তাল বাহানা বা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন তবুও দেশের অনেক সচেতন নাগরিক সততা ও স্বচ্ছতার গুরুত্ব আরোপ করেছেন।
বিশেষ করে গত বছরের ৫ ইং আগষ্টের পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উক্তি ছিলো সামনে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তিনি এই সপ্তাহে তার উপলব্ধির প্রমান পেয়ে ছাফ জানিয়ে দিয়েছেন যারা রাজনীতি ও দলকে আয়ের উৎস মনে করছেন তাঁদের রাজনীতি করার দরকার নেই। আবার বলছি রাজনীতি হলোঃ By the people of the people for the people.
সবাইকে আবারও অনুরোধ রাজনীতিকে রাজনীতির জায়গায় রেখে আসুন আপন পেশাদারিত্ব ঠিক করে নেই।
লেখক: বীর মুক্তিযোদ্ধা হাফিজ ছিদ্দিকী