বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জ আড়াইশ বছরের পুরনো মাছের (জামাাই) মেলাকে নিয়ে আনন্দ-উৎসব গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের রহস্যজনক অসুস্থতা এক্সপার্ট ভিলেজ লিমিটেডের দুই কারখানার শতাধিক শ্রমিক হাসপাতালে গাকৃবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত বাংলাদেশের জন্য যে সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে: ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র যুদ্ধের পথে যেতে চাইলে ইরান প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি গাজীপুর-৩ আসনে আপিলের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেলেন ইজাদুর রহমান মিলন কালীগঞ্জে বিএনপি নেতা স্বপনের মৃত্যুতে ফজলুল হক মিলনের শোক তিন কারণে ভারতে বিশ্বকাপ খেলা হবে না বাংলাদেশের: ক্রীড়া উপদেষ্টা ডিবি তদন্তেও দমে নেই সোহরাব বাহিনী: নাটোরে পঙ্গু শ্রমিকের জমি দখল করে সেই টাকায় মামলা লড়ছে ভূমিদস্যুরা

তা’মীরুল মিল্লাত টঙ্গী ক্যাম্পাসে নবীনবরণ অনুষ্ঠান

  • আপডেট টাইম : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৩ ভিজিটর
স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী শাখায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আলিম প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান ও নবীনবরণ অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ই সেপ্টেম্বর) মাদ্রাসার শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে আয়োজিত এই মহতি অনুষ্ঠানে প্রায় তিন হাজারেরও বেশি নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচনা হয়। মাদ্রাসার অধ্যক্ষ, ড. মোঃ হেফজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, মুহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের যুগ্ম সচিব, মুহাম্মদ মনিরুজ্জামান এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিগরি বিশেষজ্ঞ, ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, এম. এম. আল মিনহাজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক সবক প্রদান করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি এবং তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, মুহাম্মদ যাইনুল আবেদীন। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন মাওলানা মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সচিব, মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা দেশের মাদ্রাসা শিক্ষাব্যবস্থার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। আমি আশা করি, এই প্রতিষ্ঠান আগামী দিনেও দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
বিশেষ অতিথি, ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ তাঁর বক্তব্যে বলেন, “বিভিন্ন প্রতিকূলতা জয় করে এই প্রতিষ্ঠান দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।” তিনি বাংলাদেশের ইতিহাসে মাদ্রাসাটির গৌরবোজ্জ্বল ভূমিকার কথাও উল্লেখ করেন।
বিশেষ অতিথি, মুহাম্মদ মনিরুজ্জামান অনুষ্ঠানে ঘোষণা দেন যে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা’মীরুল মিল্লাত টঙ্গী শাখায় দুটি নতুন বহুতল ভবন নির্মাণ করা হবে, যা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।
সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ১২টায় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর