বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে ডাকসুর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা কালীগঞ্জ আড়াইশ বছরের পুরনো মাছের (জামাাই) মেলাকে নিয়ে আনন্দ-উৎসব গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের রহস্যজনক অসুস্থতা এক্সপার্ট ভিলেজ লিমিটেডের দুই কারখানার শতাধিক শ্রমিক হাসপাতালে গাকৃবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত বাংলাদেশের জন্য যে সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে: ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র যুদ্ধের পথে যেতে চাইলে ইরান প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি গাজীপুর-৩ আসনে আপিলের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেলেন ইজাদুর রহমান মিলন কালীগঞ্জে বিএনপি নেতা স্বপনের মৃত্যুতে ফজলুল হক মিলনের শোক তিন কারণে ভারতে বিশ্বকাপ খেলা হবে না বাংলাদেশের: ক্রীড়া উপদেষ্টা

ইউসিবিডিতে মোনাশ ফাউন্ডেশন ২০২৫ প্রোগ্রামের তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ ভিজিটর

স্টাফ রিপোর্টার: বাংলাদেশে অস্ট্রেলিয়ার মোনাশ কলেজের একমাত্র অনুমোদিত অংশীদার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি) ২০২৫ -এর তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের জন্য মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এমইউএফওয়াই) প্রোগ্রামের ওরিয়েন্টেশন আয়োজন করেছে। ইউসিবিডির গুলশান ক্যাম্পাসে অনুষ্ঠিত এ আয়োজনে নতুন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্বাগত জানানো হয়।

এমইউএফওয়াই আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ফাউন্ডেশন প্রোগ্রাম। সফলভাবে এ প্রোগ্রাম সম্পন্ন করার পরে শিক্ষার্থীরা অস্ট্রেলিয়া কিংবা মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পান।

স্বাগত বক্তব্য রাখেন ইউসিবিডির অ্যাকাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক মোহাম্মদ ইসমাইল হোসেন।

ইউসিবিডির প্রেসিডেন্ট ও প্রোভোস্ট অধ্যাপক হিউ গিল তার বক্তব্যে বলেন, “আমি আমাদের নতুন শিক্ষার্থীদের অভিনন্দন জানাতে চাই, তারা মোনাশ ইউনিভার্সিটিতে যাওয়ার নিশ্চিত পথে অগ্রসর হয়েছে। বাংলাদেশে আমাদের শিক্ষার্থীদের ফলাফল অস্ট্রেলিয়ার চেয়েও ভালো। আমাদের এখানে শিক্ষার্থীদের ভর্তি দিন দিন বাড়ছে। এখন শিক্ষার্থী ও অভিভাবকেরা ইউসিবিডির ওপর আস্থা রাখেন কারণ, তারা ইউসিবিডিকে আন্তর্জাতিকমানের শিক্ষা গ্রহণে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের সাথে সেতুবন্ধন হিসেবে মনে করেন।”

এছাড়াও, অনুষ্ঠানে নিজেদের মতামত তুলে ধরেন মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ড্যানিয়েল লাম এবং বাংলাদেশে মোনাশ ইউনিভার্সিটির প্রতিনিধি আজরা করিম।

আজরা করিম বলেন, “ইউসিবিডি সবসময় সর্বোচ্চ অ্যাকাডেমিক মান বজায় রাখে। এখানকার শিক্ষা-সহায়ক পরিবেশ শিক্ষার্থীদের সামগ্রিকভাবে উন্নয়নে সহায়তা করে। ইউসিবিডি ধারাবাহিকভাবে দুর্দান্ত ফলাফল করে আসছে, আর এর পেছনে রয়েছে অভিজ্ঞ শিক্ষকগণ এবং আন্তর্জাতিক কারিকুলামে শিক্ষাদান পদ্ধতি। শিক্ষার্থীদের সফলতার পথে মোনাশ ইউনিভার্সিটির বিশ্বমানের অংশীদার ইউসিবিডি।”

ওরিয়েন্টেশন প্রোগ্রামের কো-অর্ডিনেটর ও সিনিয়র লেকচারার আমব্রিন জামান ‘এমইউএফওয়াই’ প্রোগ্রামের পাঠ্যক্রম এবং ‘কনটিনিউয়াস অ্যাসেসমেন্ট’ পদ্ধতি ব্যাখ্যা করেন। ‘কনটিনিউয়াস অ্যাসেসমেন্ট’ পদ্ধতিতে শিক্ষার্থীদের গতানুগতিক ফাইনাল পরীক্ষা দিতে হয় না, তার বদলে পুরো সেমিস্টার জুড়ে বিভিন্ন ভাগে পরীক্ষা নেয়া হয়।

ইউসিবিডির ডেপুটি রেজিস্ট্রার শফিক ওয়ায়েস অ্যাকাডেমিক নীতিমালা ও প্রক্রিয়া ব্যাখ্যা করেন। স্টুডেন্ট সাপোর্ট প্রধান মার্জিয়া আল-হাকিন শিক্ষার্থীদের জন্য থাকা  বিভিন্ন সহায়তা ও কার্যক্রম নিয়ে কথা বলেন।

এছাড়াও, আইটি এক্সিকিউটিভ বিপ্লব পাল শিক্ষার্থীদের অনলাইনে পড়াশোনার পদ্ধতি ও মোনাশ কর্তৃক সরবরাহকৃত বিভিন্ন লার্নিং মেটেরিয়াল কীভাবে ব্যবহার করতে হবে, তা দেখান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের জন্যও একটি আলাদা ওরিয়েন্টেশন সেশন আয়োজন করা হয়। এ সেশন পরিচালনা করেন অধ্যাপক হিউ গিল ও প্যারেন্ট এনগেজমেন্ট কাউন্সিলর সামিয়া সালাম। অভিভাবকেরা ‘এমইউএফওয়াই’ প্রোগ্রাম সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পান এবং এই প্রোগ্রাম শেষে শিক্ষার্থীরা কীভাবে মোনাশসহ বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবে, সে সম্পর্কেও বিস্তারিত জানতে পারেন।

ইউসিবিডি বাংলাদেশে আন্তর্জাতিক প্রোগ্রামের প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত প্রথম প্রতিষ্ঠান। ও/এ এস/ এ/ এস এস সি/ এইচ এস সি পাশ করা শিক্ষার্থীরা এখান থেকেই মোনাশ ইউনিভার্সিটি কিংবা বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। লন্ডন স্কুল অব ইকনোমিকস এবং ইউনিভার্সিটি অব ল্যাঙ্কাশায়ার এর আন্তর্জাতিক ডিগ্রি নিজ দেশে ঢাকার ইউসিবিডি ক্যাম্পাস থেকেই সম্পন্ন করতে পারবেন।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর