মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ফের বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা ঢাবিতে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির চারুকলা বিভাগের চিত্রপ্রদর্শনী শুরু গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক, চলছে জিজ্ঞাসাবাদ পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা গাজীপুরে ১৫১ পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ কাপাসিয়ায় নদীতে কচুরিপানা ফেলতে গিয়ে এক নারীর মৃত্যু,অপর একজন নিখোঁজ জাপানের এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড: ‘নাশকতার’ প্রমাণ খুঁজছে সরকার পূর্বাচল নতুন শহরে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ ও পুলিশ ব্যারাক উদ্বোধন

গাকৃবিতে কোর্স ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২০ ভিজিটর

স্টাফ রিপোর্টার: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও গবেষণার গুণগত মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে অনুষ্ঠিত হলো “কোর্স ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনা বিষয়ক  প্রশিক্ষণ” । এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষাক্রম  ও শিক্ষা কার্যক্রমকে জাতীয় এবং আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন সংস্থাগুলোর মানদন্ড অনুযায়ী সুশৃঙ্খলভাবে নথিভুক্ত ও দালিলিকভাবে প্রমাণযোগ্য করে তোলা।

প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। প্রধান অতিথি ছিলেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ।

আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান এর সঞ্চালনায় পরিচালিত অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন গাকৃবির উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, আইকিউএসি’র পরিচালক ও অতিরিক্ত পরিচালক এবং গাকৃবির অ্যাক্রেডিটেশন কমিটির সদস্য প্রফেসর ড. শেখ শামীম হাসান। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের অটাম ২০২৪ এবং সামার ২০২৫ টার্মের কোর্স ইন্সট্রাক্টরবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষক ড. আইভী অ্যাক্রেডিটেশন এর পরিচিতি এবং প্রক্রিয়া বিষয়ে আলোচনা উপস্থাপন করেন। পরে উপাচার্য ড. রহমান বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের নির্দেশিকার উপর একটি প্রাণবন্ত সারসংক্ষেপ তুলে ধরেন।

উপাচার্যের আলোচনায় অ্যাক্রেডিটেশন পেতে সহায়ক ‘কোর্স ডকুমেন্টেশন’ বিষয়টি অধিকতর গুরুত্ব পাওয়ার পাশাপাশি স্বচ্ছতা, সুশাসন ও তথ্যভিত্তিক শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণে করণীয় এবং বিশ্ববিদ্যালয়ের জাতীয় ও আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ের অনবদ্য সাফল্যগাঁথা তুলে ধরা হয়।

আলোচনা শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে কোর্স ডকুমেন্ট ফাইল তুলে দেন উপাচার্য। পরে অন্যান্য স্পিকারগণ প্রশিক্ষণে স্ব-স্ব অংশে অ্যাক্রেডিটেশনের কোর্স ডকুমেন্টেশন বিষয়ক শিক্ষার পরিকল্পনা, কাঠামো, পদ্ধতি, মূল্যায়ন প্রক্রিয়া ও শিক্ষার্থীদের অর্জিত দক্ষতা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্যাদি এবং ফাইল কমপ্লায়েন্স বিষয়ক সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টেশন, তথ্য যথাযথভাবে সংরক্ষণ, প্রক্রিয়াকরণসহ প্রোগ্রাম লার্নিং আউটকামস (পিএলও) কোর্স লার্নিং আউটকামস (সিএলও) অর্জন ও ভবিষ্যতের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণে স্পিকারবৃন্দের আলোচনার শেষে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর