গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি)-তে “BAC Standards, BNQF and OBE Curriculum” শীর্ষক দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট), সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রের লেকচার গ্যালারীতে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিওরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন।
তিনি বলেন, “উচ্চশিক্ষায় মান নিশ্চিতকরণ ও আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছাতে বিএসি (Bangladesh Accreditation Council) এর মানদণ্ড, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (BNQF) এবং আউটকাম বেসড এডুকেশন (OBE) কারিকুলাম বাস্তবায়ন সময়ের দাবি। এর মাধ্যমে শিক্ষা কার্যক্রমকে যুগোপযোগী ও প্রতিযোগিতামূলক করে তুলতে হবে।”
এছাড়াও তিনি “প্রচলিত শিক্ষাব্যবস্থার সঙ্গে Outcome Based Education (OBE) যুক্ত হলে তা কার্যকর হতে পারে, তবে পুরোটা বদলে ফেলা ঠিক নয়। OBE প্রয়োগ প্রয়োজনীয়, তবে তা সফল করতে হলে বাংলাদেশের নিজস্ব প্রেক্ষাপট অনুযায়ী গবেষণা ও অভিযোজন অপরিহার্য বলে অভিমত প্রকাশ করেন”।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। তিনি বলেন, “বাংলাদেশের উচ্চশিক্ষা এখনো মূলত ব্রিটিশ উপনিবেশ আমলের মুখস্তনির্ভর কাঠামোর মধ্যে রয়েছে। আন্তর্জাতিক চাপ ও সময়ের চাহিদায় অনেক বিশ্ববিদ্যালয় Outcome Based Education (OBE) গ্রহণ করছে। দক্ষিণ আফ্রিকা ১৯৯৮ সালে OBE চালু করলেও সামাজিক-শিক্ষাগত প্রেক্ষাপট উপেক্ষা করায় কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারেনি, ফলে ২০১০ সালে তারা আবার ঐতিহ্যগত শিক্ষাব্যবস্থায় ফিরে যায়। সামাজিক-শিক্ষাগত প্রেক্ষাপট বিবেচনা না করলে OBE টেকসই হয় না। তাই বাংলাদেশেও গবেষণা ও স্থানীয় বাস্তবতার সঙ্গে অভিযোজন ছাড়া কেবল উন্নত দেশের মডেল নকল করলে কাঙ্ক্ষিত সাফল্য মিলবে না। তবুও সঠিকভাবে প্রয়োগ করা গেলে OBE আমাদের শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পারে এবং দক্ষ পেশাজীবী তৈরি করতে সহায়ক হবে। উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়নে এ ধরনের সেমিনার শিক্ষকদের জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে”।
আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে রিসোর্স পারসন হিসেবে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন, অধ্যাপক ড. এস. এম কবীর। তিনি বিএসি এর মানদণ্ড, BNQF কাঠামো এবং OBE কারিকুলাম প্রণয়নের পদ্ধতি ও প্রাসঙ্গিক নানা দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।
সেমিনারে বাউবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোঃ আনিছুর রহমান ও বিভিন্ন স্কুলের ডিনসহ শিক্ষকবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।