গাজীপুর প্রতিনিধি :গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সিজন্স ড্রেসেস লিমিটেড শ্রমিকেরা। বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে সোয়া ১১ টা পর্যন্ত শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এশিয়া পাম্প বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিক্ষোভকারী শ্রমিকেরা জানান, বুধবার সকালে ওই কারখানার শ্রমিকেরা কাজে যোগদান করে। সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকেরা কারখানা কর্তৃপক্ষের কাছে তাদের মার্চ মাসের বকেয়া বেতনের দাবি জানান। কর্তৃপক্ষ তাদের দাবীর বিষয়ে কোনো সুরাহা না দেয়ায় শ্রমিকেরা সকাল ১০টার দিকে মহাসড়কের এশিয়া পাম্প বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশের যানবাহন আটকা পড়ে যানজট লেগে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে চালক ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
বিক্ষোভকারী শ্রমিকেরা আরো জানান, গত মার্চ মাসের ২০ দিনের বেতন বকেয়া রয়েছে। চলতি মাসের মধ্যে আমাদের বকেয়া পরিশোধ করার প্রতিশ্রæতি দিয়ে কারখানা কর্তৃপক্ষ আমাদের বকেয়া কেতন পরিশোধ করেনি। দেড় হাজার শ্রমিক সকালে কারখানায় কাজে যোগ দেই। সকাল সাড়ে ৯টার দিকে গেল মাসের বকেয়া বেতনের পরিশোধের দাবী জানাই কর্তৃপক্ষের কাছে। এসময় কর্তৃপক্ষ আমাদের দাবীর বিষয়ে সঠিক কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি। পরে আমরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করি। প্রতি মাসেই কারখানার মালিক কর্তৃপক্ষ আমাদের বেতন সময়মতো পরিশোধ করেন না। গেল রোযার ঈদেও আমাদের বেতন নিয়ে টালবাহান করছে। পরে আন্দোলন করে আমরা আমাদের পাওনা আদায় করতে হচ্ছে।
এসব বিষয়ে সিজন্স ড্রেসেস লিমিটেড কারখানার মালিক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দর জানান, মার্চ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সকাল ১০টা থেকে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। খবর পেয়ে জিএমপি টঙ্গী পশ্চিম থানা পুলিশ, শিল্প পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে বেলা সোয়া ১১ টার দিকে যানবাহন চলাচল শুরু হয়।