স্টাফ রিপোর্টার : মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আজ। গতকাল দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে ২৯ দিনের সিয়াম সাধনার পর ঈদ উৎসবে মাতছেন দেশবাসী। সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। পরে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে ইসলামিক ফাউন্ডেশন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরে সকলকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার-পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দসহকারে নিজ নিজ বাড়ি যাবেন। আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করবেন। গরিব পরিবারের খোঁজখবর নেবেন। তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তাভাবনা করবেন। আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন—এ কামনা করছি।’
ড. মুহাম্মদ ইউনূস আরো বলেন, ‘ঈদের জামাতে দল-মত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সব প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন, সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন, এ আহ্বান জানাচ্ছি। সকলের জীবন সার্থক হোক, আনন্দময় হোক, মহান আল্লাহ আমাদের সহায় হোন।’
ঈদ ঘিরে দেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে তিনি বলেন, ‘ঢাকায় নাশকতার বা হামলার কোনো শঙ্কা নেই। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।’ র্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেন, ‘ঈদের আগের দিন, ঈদের দিন ও পরদিন র্যাব বাড়তি নিরাপত্তা জোরদার করেছে।’
রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের প্রধান জামাত। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে ঈদ জামাত। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে।
এ জামাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনীতিবিদ, সরকারের শীর্ষ কর্মকর্তা, বিদেশী কূটনীতিকসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়ার কথা রয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদুল ফিতরের সালাত আদায় করবেন। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মালেক। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুয়াজ্জিন কারি মুহাম্মদ হাবিবুর রহমান কারি হিসেবে দায়িত্ব পালন করবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, জাতীয় ঈদগাহ মাঠে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত: প্রতি বছরের মতো এবারো বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়। এতে ইমাম থাকবেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী। দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়। মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান এ জামাতে ইমামমতি করবেন। সকাল ৯টায় তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ড. মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান
চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। এ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক ড. মুশতাক আহমদ ইমামতির দায়িত্ব পালন করবেন। পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ এ জামাতে ইমামতি করবেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বাসিন্দাদের জন্য বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে (পুরনো বাণিজ্য মেলার মাঠ) ঈদের জামাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এটি ঢাকার সবচেয়ে বড় ঈদ জামাত হবে বলে ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ঈদুল ফিতরের দুটি জামাত হবে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়। এছাড়া সলিমুল্লাহ মুসলিম হল মসজিদ, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল মসজিদ ও ঢাবির আবাসিক এলাকার বায়তুন নূর জামে মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত হবে।
ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে সকাল সাড়ে ৭টায় জমিয়তে আহলে হাদিসের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রীয় খেলার মাঠে সকাল সোয়া ৭টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে তিনটি জামাত যথাক্রমে সকাল ৭টা, ৮টা ও ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। দারুস সালাম মীরবাড়ি আদি (মাদবর বাড়ি) জামে মসজিদে সকাল সাড়ে ৭টা ও সকাল ৮টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। পুরান ঢাকার লক্ষ্মীবাজার মিয়া সাহেবের ময়দান খানকা শরিফ জামে মসজিদে সকাল ৭টায়, লক্ষ্মীবাজার নূরানি জামে মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিট ও সকাল সাড়ে ৮টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে, খিলগাঁও চৌধুরীপাড়া পল্লীমা সংসদ প্রাঙ্গণে সকাল সাড়ে ৭টায় জামাত অনুষ্ঠিত হবে।
সায়েদাবাদ চিশতিয়া দরবার শরিফ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ডে হারুন মোল্লাহ ঈদগাহে সকাল সাড়ে ৭টায়, গ্রিন রোড স্টাফ কোয়ার্টার্স জামে মসজিদ কমপ্লেক্সে সকাল ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।