বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আবুধাবীতে আলহাজ্ব আবুল বশর সিআইপিকে সংবর্ধনা জাতীয় বেতন কমিশন থেকে সরে দাঁড়ালেন মাকছুদুর রহমান গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে ডাকসুর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা কালীগঞ্জ আড়াইশ বছরের পুরনো মাছের (জামাাই) মেলাকে নিয়ে আনন্দ-উৎসব গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের রহস্যজনক অসুস্থতা এক্সপার্ট ভিলেজ লিমিটেডের দুই কারখানার শতাধিক শ্রমিক হাসপাতালে গাকৃবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত বাংলাদেশের জন্য যে সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে: ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র যুদ্ধের পথে যেতে চাইলে ইরান প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি গাজীপুর-৩ আসনে আপিলের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেলেন ইজাদুর রহমান মিলন

জিসিসির ৬০ লাখ টাকার অনিয়ম আটকে দিলেন প্রশাসক

  • আপডেট টাইম : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৩১ ভিজিটর
স্টাফ রিপোর্টার : গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) একটি সড়ক নির্মাণকাজে  নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, অনিয়ম ও কারচুপির মাধ্যমে ৬০ লাখ টাকা দুর্নীতির চেষ্টা আটকে দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। তিনি সোমবার (২৪ মার্চ) সিটি কর্পোরেশনের মাসিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রশাসক জানান, গাজীপুরের অন্যতম গুরুত্বপূর্ণ জয়দেবপুর-পুবাইল আঞ্চলিক সড়কটি উন্নয়নের জন্য ২৫ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করা হয়। ৮.৫ কিলোমিটার দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থের এই সড়কের নির্মাণকাজে ম্যাকাডাম (ইটের খোয়া) বিছানোর সময় নিম্নমানের ও পুরনো সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠে। বিষয়টি নজরে আসার পর তিনি সড়কের নির্মাণসামগ্রী যাচাই করেন এবং অভিযোগের সত্যতা পান।
নির্মাণকাজ পরিদর্শনের পর দেখা যায়, প্রায় তিন কিলোমিটারজুড়ে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হয়েছে। অবিলম্বে তিনি এই নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ দেন এবং সিডিউল অনুযায়ী মানসম্পন্ন খোয়া ব্যবহার করার ব্যবস্থা নেন।
প্রশাসক আরও জানান, সড়কের নির্মাণকাজের ইস্টিমেটে (প্রাক্কলন) খোয়া বাবদ ৬০ থেকে ৭০ লাখ টাকা ধরা ছিল। নিম্নমানের সামগ্রী অপসারণের ফলে এই অর্থের অপচয় রোধ হয়েছে। তদুপরি, যথাযথ মানের সামগ্রী ব্যবহারের ফলে সড়কটি টেকসই হবে এবং নাগরিকরা দীর্ঘদিন এর সুফল ভোগ করতে পারবেন।
তিনি সাফ জানিয়ে দেন, যতদিন তিনি প্রশাসকের দায়িত্বে আছেন, ততদিন গাজীপুর সিটি কর্পোরেশনে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। পাশাপাশি তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানান, তারা যেন অনিয়মের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করেন।
সিটি কর্পোরেশনের প্রশাসকের এমন দৃঢ় পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন গাজীপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয়রা জানান, “নতুন প্রশাসক একটি রাস্তার অনিয়ম ধরেছেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন—এটি অবশ্যই প্রশংসনীয়। আমরা আশা করি, তিনি দায়িত্বে থাকা অবস্থায় সিটি কর্পোরেশনের অন্যান্য অনিয়ম ও অব্যবস্থাপনা দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।”
স্থানীয় সূত্রে জানা গেছে, জয়দেবপুর- নীলের পপাড়া-পুবাইল সড়কটি নগরবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পুবাইল, কালীগঞ্জ, ঘোড়াশাল হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের সঙ্গে সংযুক্ত। ইতিপূর্বে একাধিকবার সংস্কার করা হলেও অনিয়মের কারণে কাজের স্থায়িত্ব কম ছিল। দীর্ঘদিন ধরে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল এবং প্রায় বিচ্ছিন্ন অবস্থায় ছিল। তবে প্রশাসকের হস্তক্ষেপের ফলে এবার টেকসই নির্মাণের আশা করছেন এলাকাবাসী।
মাসিক সমন্বয় সভায় সিটি করপোরেশনের সচিব নমিতা দে, প্রধান রাজস্ব কর্মকর্তা, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সকল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর