গাজীপুরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অংশীজন সভা

স্টাফ রিপোর্টার : জাতীয় শুদ্ধাচার কৌশল, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, সেবা প্রদান প্রতিশ্রুতি এবং তথ্য অধিকার সংক্রান্ত অংশীজন সভা শনিবার বিকালে গাজীপুর মহানগরীর নলজানী এলাকায় বাস র‌্যাপিড ট্রানজিট টার্মিনালে অনুষ্ঠিত হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহসানুল হক।

সভায় জানানো হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সরকারি কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন করা হয়েছে। উন্নয়ন, সম্প্রসারণ ও নিরাপদ পরিবহন রক্ষনাবেক্ষণের মাধ্যমে টেকসই মহাসড়ক অবকাঠামো গড়ে তোলা এবং গণপরিবহন সেবা ও ব্যবস্থাপনার মান উন্নয়নের মাধ্যমে সমন্বিত নগর গণপরিবহনসহ ব্যবস্থা প্রতিষ্ঠার অভিলক্ষ্য নিয়ে কাজ করছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

সভায় অংশীজনেরা বিআরটি প্রকল্প, সড়ক মহাসড়কের বর্তমান অবস্থা, ট্রাফিক ব্যবস্থা, নিরাপদ সড়ক ব্যবস্থাপনা, রেল ও সড়ক পথে ঢাকায় যাতায়তের সঠিক যাত্রী পরিসংখ্যান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং বিভিন্ন মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যান মোঃ ইয়াসিন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) চেয়ারম্যান ড. অনুপম সাহা, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক নীলিমা আখতার, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হোসেন, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ, ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ মহিউদ্দিন, গাজীপুর উন্নয়ন ও ঐতিহ্য সভাপতি প্রকৌশলী মোঃ শামসুল হক, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, বাসন থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি নাবিল প্রমুখ।