স্টাফ রিপোর্টার : মাগুরার সে শিশুটির মৃত্যুর পর ধর্ষণের অভিযোগে করা মামলার আসামিদের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ জনতা।বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মাগুরা পৌর এলাকায় আসামিদের বাড়িতে প্রথমে ভাংচুর করা হয়। পরে আগুন দেয়া হয়।
এদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় মাগুরা স্টেডিয়ামে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার যোগে শিশুটির মরদেহ নিয়ে আসা হয়। শহরের নোমানী ময়দানে সন্ধ্যা ৭টায় শিশুটির জানাজা নামাজে অংশ নেয় হাজার হাজার মানুষ। মরদেহ নোমানী ময়দানে পৌঁছার সঙ্গে সঙ্গে তাকে এক নজর দেখার জন্য ছুটে আসে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু, কিশোর, তরুণ, বৃদ্ধসহ নানা শ্রেণীপেশার মানুষ। জানাজা পরিচালনা করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি হাবিবুর রহমান। জানাজা শেষে শিশুটির মরদেহ দাফনের জন্য তার নিজ বাড়ি শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের জারিয়া গ্রামে নেয়া হয়। পাশের গ্রাম সোনাইকুন্ডী স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে রাত সাড়ে আটটার দিকে সোনাইকুন্ডি গোরস্থানে দাফন সম্পন্ন হয়।