স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তার দল প্রধান উপদেষ্টা ঘোষিত নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার শেষ করে একই সঙ্গে আইনসভা ও গণপরিষদ নির্বাচন চায়।
নাহিদ ইসলাম বলেন, সমাজের বিভিন্ন অংশীজনের সঙ্গে আমাদের মিথস্ক্রিয়া প্রয়োজন। আজকে সে অংশীজনের সঙ্গে আলোচনার সুযোগ হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে কারোর ভূমিকা কারোর চেয়ে কম নয়। জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে পরাস্ত করা সম্ভব নয়। জাতীয় নাগরিক পার্টি দেশের শাসনকাঠামোর পরিবর্তন চায়। তাই আমরা নতুন রিপাবলিকের কথা বলছি। সংবিধান সংশ্লিষ্ট বিষয় ছাড়া বাকি সংস্কারগুলোকে এ সরকারের আমলেই অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন চাই। তিনি আরো বলেন, বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জরুরি।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশের মানুষ এক নতুন বন্দোবস্ত চায়, যেখানে থাকবে আদর্শের প্রতিযোগিতা, পলিসির প্রতিযোগিতা। সে রাজনীতিতে থাকবে না কোনো টেন্ডারবাজি, থাকবে না চাঁদাবাজি। তিনি বলেন, বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী যত শক্তি আছে সবাই এক হয়ে দেশের জন্য কাজ করবে। আমাদের রাজনৈতিক মিশন-লক্ষ্য আলাদা হতে পারে। তবে আমরা এটা বলতে পারি যে আমরা আজ এখানে যারা সবাই ফ্যাসিবাদবিরোধী পক্ষ। অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন, আমরা যে গণতান্ত্রিক সংকটে পড়েছিলাম, আমরা আশা করি রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে আমরা সে সংকট উত্তরণ করব।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এছাড়া ছাত্রদল, শিবির এবং গণতান্ত্রিক ছাত্রসংসদসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।