স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরের ডেগের চালা এলাকায় তিতাস গ্যাসের ৩০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ সংযোগ প্রদানের সাথে জড়িত একজনকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের উদ্যোগে পরিচালিত এক অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে এসব সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা আদায় করা হয়।
তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী শেখ জাবের নূরানী জানান, গাজীপুর সিটি করপোরেশনের ডেগের চালা এলাকায় একটি সংঘবদ্ধ চক্র মোটা অংকের টাকার বিনিময়ে বিভিন্ন বাসা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ প্রদান করেছে। গোপন সংবাদের ভিত্তিতে তিতাস গ্যাস গাজীপুর অফিসের উদ্যোগে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের জন্য একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অবৈধ সংযোগ প্রদান চক্রের প্রধান হোতা মোহাম্মদ সোহাগ হোসেনকে আটক করা হয়। মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ¦ালানী ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মিল্টন রায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং তাৎক্ষনিকভাবে আদায় করেন। এসময় ওই এলাকার বিভিন্ন বাসা বাড়ির প্রায় ৩শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযান পরিচালনার সময় তিতাস গ্যাস অফিসের ভিজিলেন্স বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী দেলোয়ার হোসেন, জোনাল বিক্রয় অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ শামসুর রহমান, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী শেখ জাবের নূরানী , সহকারী প্রকৌশলী রাকিব হাসান ও হাসান আল ফয়সাল, উপ-সহকারী প্রকৌশলী মনি শংকর রায়সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।