জিসাস এর ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার : নানা আয়োজনে  জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকায় জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত, ফাতেহা পাঠ, দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভার   সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ‍ উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা  হাবিবুর রহমান হাবিব। প্রধান বক্তা ছিলেন, চেয়ারপরসনের উপদেষ্টা ব্যরিষ্টার মাহবুব উদ্দিন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জেড খান রিয়াজ উদ্দিন নসু। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জিসাস কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও সৌদি আরব মদীনা বিএনপির সাবেক সভাপতি মোঃ নুরুজ্জামান।

অনুষ্ঠান পরিচালনা করেন,  জিসাস  কেন্দ্রীয় কমিটির  সাংগঠনিক সম্পাদক নূরুল হুদা কারী ও ঈমান সিদ্দিকী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এক নম্বর সহ সভাপতি দুলাল সিদ্দিকী, সহ সভাপতি  কাজল ফকির, যুগ্ম সাধারন সম্পাদক আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক সিয়াম আহমেদ, যুগ্ম সাধারন  সম্পাদক শফিক আহমেদ, গাজীপুর মহানগর আহবায়ক এডভোকেট অভি, সদস্য সচীব রিয়াদ আহমেদ প্রমুখ।

এছাড়া জিসাস এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে পৃথক পৃথক কর্মসূচী পালন করা হয়।