বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জ আড়াইশ বছরের পুরনো মাছের (জামাাই) মেলাকে নিয়ে আনন্দ-উৎসব গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের রহস্যজনক অসুস্থতা এক্সপার্ট ভিলেজ লিমিটেডের দুই কারখানার শতাধিক শ্রমিক হাসপাতালে গাকৃবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত বাংলাদেশের জন্য যে সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে: ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র যুদ্ধের পথে যেতে চাইলে ইরান প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি গাজীপুর-৩ আসনে আপিলের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেলেন ইজাদুর রহমান মিলন কালীগঞ্জে বিএনপি নেতা স্বপনের মৃত্যুতে ফজলুল হক মিলনের শোক তিন কারণে ভারতে বিশ্বকাপ খেলা হবে না বাংলাদেশের: ক্রীড়া উপদেষ্টা ডিবি তদন্তেও দমে নেই সোহরাব বাহিনী: নাটোরে পঙ্গু শ্রমিকের জমি দখল করে সেই টাকায় মামলা লড়ছে ভূমিদস্যুরা

গাজীপুরে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ

  • আপডেট টাইম : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪ ভিজিটর

গাজীপুর  প্রতিনিধি : গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে ঢাকা ও ময়মনসিংহগামী সকল কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রবিবার মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এসময় জামালপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী জামালপুর কমিউটার ট্রেনটিকে ওই স্টেশনে আটকে রেখে ঢাকা-ময়মনসিংহ রেলপথ প্রায় দুই ঘন্টা অবরোধ করে বিক্ষোভকারীরা।

রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন মাস্টার আমিনুল ইসলাম বলেন, গত কয়েকদিন যাবৎ এলাকাবাসী রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে সকল লোকাল কমিউটার ট্রেনের যাত্রা বিরতির দাবি জানিয়ে আসছিল গত কয়েকদিন ধরে। তারা রবিবার স্টেশন এলাকায় বিক্ষোভ ও মানবন্ধন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়ে মাইকিং করে এবং ব্যানার ও পোস্টারের মাধ্যমে প্রচার চালায়। এর প্রেক্ষিতে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লোকজন স্টেশনে এসে জড়ো হয়ে ওই দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ শুরু করে। এসময় জামালপুর হতে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি স্টেশনে প্রবেশের সঙ্গে সঙ্গেই ইঞ্জিনের সামনে অবস্থান নিয়ে অবরোধ করে লাল ব্যানার টানিয়ে রাখে। এসময় তারা দাবি জানান, যতক্ষণ না পর্যন্ত স্টেশনে যাত্রাবিরতির ঘোষণা দেয়া হবে ততক্ষণ পর্যন্ত ট্রেন চালানো যাবে না। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। প্রায় দুই ঘন্টা অবরোধের পর দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রী দুর্ভোগের কথা বিবেচনা করে জামালপুর কমিউটার ট্রেনটি চালাতে দেন বিক্ষোভকারীরা। ট্রেন ছেড়ে দেওয়ার সময় তারা তাদের দাবী মেনে নেওয়া না হলে ফের আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেয়ার আল্টিমেটাম ঘোষণা দেন।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আজগর শেখ বলেন, রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনটি গুরুত্বপূর্ণ একটি স্টেশন। এলাকার বহু মানুষ ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে থাকে। কিন্তু এখানে ট্রেন না থামায় তাদের ভোগান্তি পোহাতে হয়। তাই এখানে সকল কমিউটার ট্রেনের যাত্রাবিরতির জন্য দীর্ঘদিন যাবৎ দাবি করে আসছেন এলাকাবাসী। আমরা ট্রেনগুলো যাত্রাবিরতির জন্য রেলওয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষসহ রেল মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছি। কিন্তু এ ব্যাপারে কোন পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে এ মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর