মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ফের বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা ঢাবিতে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির চারুকলা বিভাগের চিত্রপ্রদর্শনী শুরু গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক, চলছে জিজ্ঞাসাবাদ পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা গাজীপুরে ১৫১ পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ কাপাসিয়ায় নদীতে কচুরিপানা ফেলতে গিয়ে এক নারীর মৃত্যু,অপর একজন নিখোঁজ জাপানের এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড: ‘নাশকতার’ প্রমাণ খুঁজছে সরকার পূর্বাচল নতুন শহরে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ ও পুলিশ ব্যারাক উদ্বোধন

গাজীপুরে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ

  • আপডেট টাইম : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩ ভিজিটর

গাজীপুর  প্রতিনিধি : গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে ঢাকা ও ময়মনসিংহগামী সকল কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রবিবার মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এসময় জামালপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী জামালপুর কমিউটার ট্রেনটিকে ওই স্টেশনে আটকে রেখে ঢাকা-ময়মনসিংহ রেলপথ প্রায় দুই ঘন্টা অবরোধ করে বিক্ষোভকারীরা।

রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন মাস্টার আমিনুল ইসলাম বলেন, গত কয়েকদিন যাবৎ এলাকাবাসী রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে সকল লোকাল কমিউটার ট্রেনের যাত্রা বিরতির দাবি জানিয়ে আসছিল গত কয়েকদিন ধরে। তারা রবিবার স্টেশন এলাকায় বিক্ষোভ ও মানবন্ধন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়ে মাইকিং করে এবং ব্যানার ও পোস্টারের মাধ্যমে প্রচার চালায়। এর প্রেক্ষিতে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লোকজন স্টেশনে এসে জড়ো হয়ে ওই দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ শুরু করে। এসময় জামালপুর হতে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি স্টেশনে প্রবেশের সঙ্গে সঙ্গেই ইঞ্জিনের সামনে অবস্থান নিয়ে অবরোধ করে লাল ব্যানার টানিয়ে রাখে। এসময় তারা দাবি জানান, যতক্ষণ না পর্যন্ত স্টেশনে যাত্রাবিরতির ঘোষণা দেয়া হবে ততক্ষণ পর্যন্ত ট্রেন চালানো যাবে না। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। প্রায় দুই ঘন্টা অবরোধের পর দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রী দুর্ভোগের কথা বিবেচনা করে জামালপুর কমিউটার ট্রেনটি চালাতে দেন বিক্ষোভকারীরা। ট্রেন ছেড়ে দেওয়ার সময় তারা তাদের দাবী মেনে নেওয়া না হলে ফের আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেয়ার আল্টিমেটাম ঘোষণা দেন।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আজগর শেখ বলেন, রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনটি গুরুত্বপূর্ণ একটি স্টেশন। এলাকার বহু মানুষ ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে থাকে। কিন্তু এখানে ট্রেন না থামায় তাদের ভোগান্তি পোহাতে হয়। তাই এখানে সকল কমিউটার ট্রেনের যাত্রাবিরতির জন্য দীর্ঘদিন যাবৎ দাবি করে আসছেন এলাকাবাসী। আমরা ট্রেনগুলো যাত্রাবিরতির জন্য রেলওয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষসহ রেল মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছি। কিন্তু এ ব্যাপারে কোন পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে এ মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর