গাজীপুর প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম পরিচালক (গবেষণা) হিসাবে নিয়োগ পেয়েছেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে বিএসসি (এজি) ও এমএস (এগ্রোনমি) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি জাপানের বিখ্যাত ওকায়ামা বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি এবং জেএসপিএস ফেলো হিসাবে একই বিশ্ববিদ্যালয় হতে পোস্ট ডক্টরেট সম্পন্ন করেন। এছাড়াও তিনি ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর হিসাবে কর্মরত ছিলেন। ড. মসিউল এর দেশি ও বিদেশি আন্তর্জাতিক স্বীকৃত জার্নালে ৪৭টির অধিক গবেষণা পাবলিকেশন রয়েছে। তিনি দেশি ও বিদেশি অর্থায়নে বিভিন্ন গবেষণা প্রকল্পের পিআই/কো-পিআই হিসাবে দেশের গবেষণা ক্ষেত্রে বিশেষ অবদান রাখছেন। তার সরাসরি তত্ত্বাবধানে ৩৬ জন এমএস ছাত্র এবং কো-সুপারভাইজর হিসাবে ৩০ জন এমএস ছাত্র ইতোমধ্যে ডিগ্রি অর্জন করেছে। তিনি ইত:পূর্বে বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্ব সফলতার সহিত পালন করেছেন। গত ০৫-০৯-২০২৪ তারিখ হতে পরবর্তী ২ (দুই) বছরের জন্য তিনি এ দ্বায়িত্ব পালন করবেন।