মতামত

সত্য, সৎ ও সততা

ফনিন্দ্র সরকার :  মানবতাবাদী আধ্যাত্মিক সাধক লালন ফকিরের একটি গান-/‘জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা-/সত্য কাজে কেউ নয় রাজি-সবই দেখি না না॥ ১৭৭৪ সালে জন্ম নেওয়া এই মহান ব্যক্তিটির কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। তিনি মানব জাতির মনের গভীরে ডুব দিয়ে যা আহরণ করেছেন, সেই আহরিত বস্তুকে সমাজ জীবনে ছড়িয়ে দিয়ে জাত পাতের ভেদাভেদকে উপেক্ষা করার আহ্বান জানিয়ে সম্প্রীতির বন্ধন স্থাপনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর রচিত অসংখ্য গান সমাজ জীবনকে প্রভাবিত করেছে। তিনি লালন ফকির নামে সমধিক পরিচিত। এই উপমহাদেশে তিনিই প্রথম ‘মহাত্মা, উপাধিতে ভূষিত। কোনো সুনির্দিষ্ট ধর্মের অনুসারী না হয়েও সকল ধর্মের মাহাত্ম্যকে ধারণ করে মানবতা বা মনুষ্যত্ব বিকাশে কাজ করেছেন। এ জন্য তাঁকে অনেক ভর্ৎসনা সহ্য করতে হয়েছে। […]