বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জ আড়াইশ বছরের পুরনো মাছের (জামাাই) মেলাকে নিয়ে আনন্দ-উৎসব গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের রহস্যজনক অসুস্থতা এক্সপার্ট ভিলেজ লিমিটেডের দুই কারখানার শতাধিক শ্রমিক হাসপাতালে গাকৃবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত বাংলাদেশের জন্য যে সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে: ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র যুদ্ধের পথে যেতে চাইলে ইরান প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি গাজীপুর-৩ আসনে আপিলের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেলেন ইজাদুর রহমান মিলন কালীগঞ্জে বিএনপি নেতা স্বপনের মৃত্যুতে ফজলুল হক মিলনের শোক তিন কারণে ভারতে বিশ্বকাপ খেলা হবে না বাংলাদেশের: ক্রীড়া উপদেষ্টা ডিবি তদন্তেও দমে নেই সোহরাব বাহিনী: নাটোরে পঙ্গু শ্রমিকের জমি দখল করে সেই টাকায় মামলা লড়ছে ভূমিদস্যুরা

সরকারি পদে থাকা অবস্থায় প্রার্থীতা: গাজীপুরে ডা. রফিকুল ইসলামের মনোনয়ন আইনি প্রশ্নবিদ্ধ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ ভিজিটর
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর‑৩ আসনের সংসদ সদস্য পদে বিএনপি মনোনীত ডা. এস এম রফিকুল ইসলামকে কেন্দ্র করে নতুন এক রাজনৈতিক ও আইনি বিতর্ক দেখা দিয়েছে। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অতিরিক্ত রেজিস্ট্রার পদে কর্মরত থাকার সময়ই মনোনয়নপত্র জমা দিয়েছেন, আর এই তথ্য নির্বাচন কমিশন বা জনসাধারণের কাছে প্রকাশ না রাখা নিয়ে প্রশ্ন উঠেছে।
সরকারি নথিতে দেখা গেছে, ডা. রফিকুল ইসলাম ১৭/০৬/২০২৫ তারিখে অতিরিক্ত রেজিস্ট্রার পদে যোগদান করেছেন, যা ভূতাপেক্ষভাবে ২২/০৯/২০১১ থেকে কার্যকর ছিল। চিঠিটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংশ্লিষ্ট বিভাগের সকল কর্মকর্তা ও উর্ধ্বতন কর্তৃপক্ষকে অফিসিয়ালভাবে অবগত করার জন্য পাঠানো হয়েছিল।
আইনি বিশ্লেষকরা জানান, বাংলাদেশের Representation of the People Order, 1972 (RPO)‑এর বিধান অনুযায়ী, সরকারি বা রাষ্ট্র‑পরিচালিত প্রতিষ্ঠানের ‘office of profit’ পদে থাকা অবস্থায় কোনো ব্যক্তি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারে না, এর আগে তাকে অবশ্যই ওই পদ থেকে ইস্তফা/পদত্যাগ করে তার নিয়োগ ও অবসর কার্যকর ঘোষণা করতে হয়। এই শর্ত অনুসারে, সরকারি কর্মচারী বা পদাধিকারীকে নির্বাচনাধীন পদে মনোনয়ন গ্রহণ করার আগে যোগ্যতার নিশ্চিতকরণ প্রয়োজন।
আইনের একটি গুরুত্বপূর্ণ অংশে বলা হয়েছে, সরকারি কর্মচারী বা পদে থাকা ব্যক্তির জন্য সেখানে থেকে সরলেই যথেষ্ট নয়, পদত্যাগের পর ৩ বছর সময় পেরিয়ে যাওয়ার পরই সংসদীয় নির্বাচনে প্রার্থী হওয়া সম্ভব -এই শর্তকে বাংলাদেশের উচ্চ আদালত ও নির্বাচনী বিশেষজ্ঞরা বৈধ বলে স্বীকৃতি দিয়েছেন, বিশেষ করে সরকারি কর্মচারী ও সামরিক কর্মীসহ যারা ‘office of profit’‑এ ছিলেন তাদের ক্ষেত্রে প্রাক‑শর্ত হিসেবে।
এই আইনি বিধানকে সামনে রেখে অনেক বিশ্লেষক মনে করছেন, ডা. রফিকুল ইসলামের নাম সংযুক্তি ও মনোনয়নপত্র প্রচারের সময় যদি তিনি পদত্যাগের তারিখ প্রকাশ না করেন বা পদত্যাগ কার্যকর না হয়, তাহলে তার মনোনয়নকে আইনি চ্যালেঞ্জের মুখে ফেলা যেতে পারে।
একজন আইনি বিশেষজ্ঞ বলেন, ‘RPO‑এর Office of Profit আইন স্পষ্টভাবে বলে যে সরকারি পদে থাকা অবস্থায় নির্বাচন কমিটি ও জনগণকে তথ্য জানা জরুরি। পদত্যাগে তিন বছরের শর্ত যদি প্রযোজ্য হয়, তা না মেনে প্রার্থীতা দিলে তা অযোগ্যতা দাবি ও মনোনয়ন বাতিলের প্রেক্ষাপট তৈরি করতে পারে।’
এ বিষয়ে বিএনপি বা সংশ্লিষ্টরা কোনো বক্তব্য প্রদান করেন নি, তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, মনোনয়ন, পদত্যাগ ও আইনি শর্ত সম্পর্কে স্বচ্ছতা না থাকলে তা নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতায় প্রশ্ন তুলতে পারে।
এ ধরনের ঘটনা শুধুমাত্র প্রার্থী ব্যক্তির জন্য নয়, জাতীয় নির্বাচন সামগ্রিকভাবে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার জন্যও গুরুত্বপূর্ণ, কারণ আইনি যোগ্যতা ও নিয়মকানুন অনুসরণ নিশ্চিতকরণের ওপর দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিত্তি নির্ভরশীল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর