মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ফের বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা ঢাবিতে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির চারুকলা বিভাগের চিত্রপ্রদর্শনী শুরু গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক, চলছে জিজ্ঞাসাবাদ পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা গাজীপুরে ১৫১ পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ কাপাসিয়ায় নদীতে কচুরিপানা ফেলতে গিয়ে এক নারীর মৃত্যু,অপর একজন নিখোঁজ জাপানের এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড: ‘নাশকতার’ প্রমাণ খুঁজছে সরকার পূর্বাচল নতুন শহরে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ ও পুলিশ ব্যারাক উদ্বোধন

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘সীড টেকনোলজি’ বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট সার্টিফিকেট এর তিন মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন

  • আপডেট টাইম : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৭ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘সীড টেকনোলজি’ বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট সার্টিফিকেট এর তিন মাসব্যাপী  প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কেন্দ্রের আয়োজনে এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর পার্টনারশিপ প্রজেক্টের সহায়তায় কোর্সটি রবিবার (১৭ আগস্ট) সকাল ১০ টায় বহিরাঙ্গন কেন্দ্রের ইন্টারন্যাশন্যাল কমপ্লেক্সের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

পরিচালক (বহিরাঙ্গন কেন্দ্র) প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং বিএডিসি পার্টনার প্রজেক্টের এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ড. এ.কে.এম. মিজানুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে একটি প্রাণবন্ত পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের মধ্য থেকে একজন প্রশিক্ষণার্থী তাঁর অভিজ্ঞতা ও প্রত্যাশা ব্যক্ত করেন। তাঁর বক্তব্যে উঠে আসে এই প্রশিক্ষণে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ের কৃষকদের মাঝে ছড়িয়ে দিয়ে কৃষি উৎপাদনে একটি বাস্তব ও ইতিবাচক পরিবর্তন আনার আকাঙ্খা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘‘মানসম্পন্ন বীজ কৃষি উৎপাদনের মূলভিত্তি। সঠিক বীজ ব্যবস্থাপনার মাধ্যমে আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারি। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ কৃষিক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ।” উল্লেখযোগ্যভাবে, উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “বর্তমানে সরকারি প্রতিষ্ঠানসমূহ দেশের মোট প্রয়োজনীয় বীজের প্রায় ১৫ শতাংশ সরবরাহ করে, বেসরকারি কোম্পানিগুলো সরবরাহ করে প্রায় ৩০ শতাংশ, আর প্রায় ৫০ শতাংশ বীজ কৃষকরা নিজেরাই সংরক্ষণ করে থাকেন। এই বাস্তবতায় প্রশিক্ষিত জনবল বীজ ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে পারে।’’

বিশেষ অতিথি ড. এ.কে.এম. মিজানুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “এই প্রশিক্ষণ বাস্তব জ্ঞান ভিত্তিক। এখানে অর্জিত অভিজ্ঞতা মাঠ পর্যায়ে প্রয়োগ করা গেলে দেশের কৃষি ব্যবস্থাপনায় একটি দৃশ্যমান উন্নতি সাধিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাকৃবির বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, প্রক্টরসহ বিএডিসি’র চিফ কো-অর্ডিনেটর ড. নাজমুল ইসলাম। প্রশিক্ষণে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পেশাদার ও কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটসহ বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাগণ।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন বেসরকারি প্রতিষ্ঠান বন্ধন, ব্র্যাক, সুপ্রিম সীড কোম্পানি লিমিটেড এর কর্মকর্তাবৃন্দ এবং গাকৃবির একজন শিক্ষার্থী।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কোর্সের সহকারী পরিচালক ও গাকৃবির গবেষণা পরিচালক প্রফেসর ড. মসিউল ইসলাম।  সভাপতি প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন তাঁর সমাপনী বক্তব্যে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই প্রশিক্ষণ শুধু জ্ঞানের সঞ্চার নয়, বরং এটি মাঠপর্যায়ে কৃষকের ভাগ্যোন্নয়নের হাতিয়ার হয়ে উঠবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর